Shares 2

অসহায় মানুষের পাশে ইয়ামাহা রাইডারস ক্লাব - Team YRC

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের মত "করোনা" ভাইরাস সংক্রামিত হয়েছে। World Health Organization (WHO) এই ভাইরাস কে মহামারী ঘোষনা করেছে। এই ভাইরাসটি ইতিমধ্যে ২০০টির ও বেশি দেশে ছড়িয়ে পরেছে এবং ৩৫,০০০ এর উপরে মৃত্যু হয়েছে।

অসহায় মানুষের পাশে ইয়ামাহা রাইডারস ক্লাব  

team-yrc

Coronavirus মানুষ থেকে মানুষে ছড়ায়। এটাকে কমিউনিটি ট্রান্সমিশন বলা হয়। এর কারণ প্রতিটা দেশেই লক ডাউন প্রক্রিয়াতে চলে গিয়েছে এবং সবাই হোম কোয়েরেন্টাইন এর মধ্যে রয়েছে। যাতে করে ভাইরাসটি চারদিকে ছড়িয়ে পরতে না পারে। তবে দিন মজুর ও নিম্নবিত্ত মানুষের কাছে এই সময়টা অনেক কঠিন। কারণ দিন মজুর যারা তারা প্রতিদিন কাজ করেই তাদের সংসার চালাতো। এখন কাজ বন্ধ থাকলে উপার্জন হবে না। তাই সংসার চালাতেও কষ্ট হবে। তবে আমরা দেখেছি অনেকেই নিজস্ব উদ্যোগে সামনে এগিয়ে এসেছেন। এছাড়া বাইকার্স কমিউনিটি থেকেও অনেকে এগিয়ে এসেছেন। গতকাল Yamaha Riders Club (YRC) বাংলাদেশ তারাও এগিয়ে এসেছে এই অসহায় মানুষদের সহায়তা করতে।  

corona-virus-help-programe-yrc

 Team YRC এবং এসিআই মোটরস লিমিডেটে একত্রে এগিয়ে এসেছে এই অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে। তারা এই সকল অসহায় মানুষদের পাশে বিতরণ করছে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার। Team YRC ঢাকাসহ, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঝালকাঠি, যশোর এবং ময়মনসিংহ তে এই প্রোগ্রামটি পরিচালনা করে ছিল। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ৮০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল রোববার (২৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে ইয়ামাহা রাইডার্স ক্লাব এবং এসিআই মটরসের সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের কাছে সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Coronavirus অন্যান্য দেশ গুলোর মত বাংলাদেশে এখন পর্যন্ত এতটা ছড়ায়নি, তবে আমাদের অবশ্যই সর্তক থাকতে হবে এই বিষয়ে। আর এজন্য আমাদের সবাইকে কিছু দিনের জন্য বাসাতেই থাকতে হবে, যদি অনেকের জন্য এটি অনেক কঠিন হয়ে দাঁড়াবে। YRC শুধু মাত্র একটি ক্লাব নয়, তারা যেকোন দুর্যোগে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়। তারা এই অবস্থায় দারুণ কাজ করছে।

yamaha-riders-club-bangladesh 

 সমাজের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের কর্তব্য ইয়ামাহা রাইডার্স ক্লাব ঠিক সেই কাজটি করে যাচ্ছে । আশা করি অন্যান্য বাইকার ক্লাব ও কোম্পানি এবং অন্যান্য সকলে এই দুর্যোগে অসহায় মানুষদের পাশে এসে দাড়াবেন। এই করোনা ভাইরাস পুরো বিশ্বের জন্য একটি মহামারী। যদি আপনি সেফ থাকতে চান, তবে অবশ্যই ঘরে থাকুন। যদিও কোন প্রয়োজন না হয় তবে ঘর থেকে বের হবেন না। ধন্যবাদ।   

তথ্যসূত্রঃ প্রথম আলো

Published by Ashik Mahmud Bangla