Shares 2

মাইটি ম্যাক্স - জার্মানির আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যাটারি এখন বাংলাদেশে

Last updated on 22-Aug-2024 , By Raihan Opu Bangla

মোটরসাইকেলের এক্সেসরিজের ভেতর অন্যতম গুরুত্বপূর্ন এক্সেসরিজ হচ্ছে মোটরসাইকেল ব্যাটারি। আমরা যারা বাইকের এক্সেসরিজ নিয়ে গুরুত্ব দিয়ে থাকি তাদের মধ্যে সব সময় একটি প্রশ্ন থাকে কি ধরনের ব্যাটারি ব্যবহার করব। কারণ ব্যাটারি নিয়ে আমরা কিছুটা হলেও দ্বিধার ভেতর থাকি। 

Mighty Max ব্যাটারি বাংলাদেশ

mighty max battery bangladesh

আজ আমরা কনভেনশনাল বা এসিড লিকুইড ব্যাটারি এবং এজিএম ব্যাটারির মধ্যে পার্থক্য ও কোন ব্যাটারিটি আমাদের মোটরসাইকেলের জন্য উপযোগী তা নিয়ে আলোচনা করব। 

প্রথমেই আমরা যেই বিষয়টির দিকে লক্ষ্য করব তা হচ্ছে কনভেনশনাল ব্যাটারি গুলোতে অনেক কিছুর ইস্যু রয়েছে। যা সহজে চোখে দেখা যায় না। তবে আমরা চেষ্টা করছি কয়েকটি পয়েন্ট তুলে ধরার। 

  • হাই মেইনটেনেন্স দরকার
  • এসিড লিকেজের সম্ভাবনা অনেক বেশি থাকে
  • সঠিক ভাবে বসাতে হবে, না হলে এসিড লিকেজ হবার সম্ভাবনা থাকে
  • রিচার্জ টাইমে অনেক সময় দরকার
  • সেলফ ডিস-চার্জ
  • কম দামী

এখন আগের কনভেনশনাল ব্যাটারি বা এসিড লিকুইডের ব্যাটারিতে অনেক সমস্যা দেখা যায়। যার মধ্যে এসিড লিকেজ, চার্জ কমে যাওয়া, এবং উচ্চ মেইনটেনেন্স দরকার হয়ে থাকে। বিশেষ ভাবে চার্জ দ্রুত কমে যাওয়া অন্যতম একটি বড় সমস্যা। 

battery bangladesh mighty max

এখন কথা বলা যাক নতুন ব্যাটারি নিয়ে। বর্তমানে এজিএম ব্যাটারি, বহুল ভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া এই ব্যাটারির সুবিধাও অনেক বেশি কনভেনশনাল ব্যাটারি থেকে। কনভেনশনাল ব্যাটারি থেকে এজিএম ব্যাটারির সুবিধাসমুহের কয়েকটি পয়েন্ট তুলে ধরছি –

  • মেইনটেনেন্স ফ্রী সিল্ড ডিজাইন
  • লিকেজের কোন সম্ভাবনা নেই
  • একটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি নষ্ট হবার ভয় থাকে না
  • চার্জের জন্য খুব অল্প সময় নিয়ে থাকে
  • ব্যাটারি প্লেসমেন্ট নিয়ে সেভাবে ভাবতে হয় না
  • দাম একদম হাতের নাগালের মধ্যে

বাংলাদেশে বর্তমানে মাইটি ম্যাক্স এজিএম ব্যাটারি নিয়ে আসছে। এখন প্রশ্ন আসতে পারে বাজারে পাওয়া যাচ্ছে যেসব ব্যাটারি তাদের মধ্যে এবং মাইটি ম্যাক্স এর মধ্যে পার্থক্য কি। অবশ্য অনেক পার্থক্য রয়েছে। অনেক লোকাল কোম্পানি নিম্ন মানের পন্য তৈরি করে থাকে। সেদিক থেকে মাইটি ম্যাক্স সম্পুর্ন আলাদা। 

  • মাইটি ম্যাক্স জার্মান প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হয়ে থাকে। 
  • ১০০ ভাগ ভার্জিন লেড এবং সেই সাথে মাইক্রোফাইবার গ্লাস ব্যবহার করা হয়েছে। যার কারণে পারফর্মেন্স ও দীর্ঘস্থায়ীত্বা বেড়ে গিয়েছে।
  • অত্যাধুনিক প্রযুক্তি এবং আমদানীকৃত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে
  • দ্রুত চার্জ হয়ে থাকে এবং পাওয়ার আউটপুট বেশ ভাল
  • মোটরসাইকেলের দ্রুত স্টার্ট হওয়া নিশ্চিত করে থাকে
  • বাংলাদেশের প্রথম অনলাইন ওয়ারেন্টি ট্র্যাকিং ব্যাটারি সিস্টেম। ওয়ারেন্টির জন্য প্যাকেটের গায়ের কিউআর কোড স্ক্যান করতে হয়। 

কনভেনশনাল ও এজিএম ব্যাটারি সম্পূর্ন আলাদা। কনভেনশলান ব্যাটারির চেয়ে আধুনিক এজিএম ব্যাটারি অনেক বেশি কার্যকারী এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। 

Also Read: Battery Brands In Bangladesh

mighty max bd price

মাইটি ম্যাক্স বাংলাদেশের বাইকারদের জন্য এজিএম ব্যাটারি নিয়ে আসছে। সেই সাথে তারা বাইকারদের জন্য ওয়ারেন্টি নিশ্চিত করেছে, যা বাংলাদেশের অন্যান্য কোম্পানির জন্য একটি দৃষ্টান্ত। 

এক্ষেত্রে বলা যায় মোটরসাইকেলের জন্য মাইটি ম্যাক্স হতে পারে আপনার অন্যতম পছন্দের মোটরসাইকেল। বিস্তারিত জানতে মাইটি ম্যাক্স এর অফিশিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes