Shares 2
মবিল টার্বো ফেস্ট অক্টোবর ২০২৫
Last updated on 30-Dec-2025 , By Arif Raihan Opu
মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ন এক্সসরিজ হচ্ছে ইঞ্জিন ওয়েল। বাংলাদেশে অনেক ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড রয়েছে। তবে বাংলাদেশের জনপ্রিয় ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড হচ্ছে মবিল১। বাংলাদেশে মবিল মোটরসাইকেল, গাড়ি এবং ভারী যানবাহনের জন্য মবিল ব্যবহার করা হয়।

মবিল টার্বো ফেস্ট অক্টোবর ২০২৫
এবার মবিল বাংলাদেশ তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারে আপনি ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন ৫ শতাংশ ছাড়ে এবং সেই সাথে পাবেন ফ্রী হোম ডেলিভারি। আর এই অফারটি হচ্ছে “মবিল টার্বো ফেস্ট ২০২৫”।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইঞ্জিন ওয়েলের দাম

এই ক্যাম্পেইনটি শুরু হবে আগামী ৭ অক্টোবর ২০২৫ তারিখ থেকে চলবে আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। শুধু মাত্র তিন দিন চলবে এই অফার। শুধু মাত্র ওয়েবসাইট ক্রয়ের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে।
মুলত কার্টআপ এই ওয়েবসাইট থেকে এই অফারটি দেয়া হচ্ছে। তাই দেরি না করে তাদের ওয়েব সাইট ভিজিট করে অফারটি গ্রহণ করুন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu