Shares 2
মটোমেক্স সার্ভিস সেন্টারে বাইকের সার্ভিসে চলছে ৩০% ছাড়
Last updated on 04-Jan-2025 , By Raihan Opu Bangla
মোটরসাইকেল সার্ভিস নিয়ে আমরা সব সময় কিছুটা হলেও চিন্তিত থাকি। কারণ ভালো সার্ভিস সেন্টার পাওয়া বা ভাল সার্ভিস পাওয়াটা বর্তমানে একটি কঠিন বিষয়। এছাড়া খরচের একটি বিষয় এর সঙ্গে জড়িত।
মটোমেক্স সার্ভিস সেন্টারে মোটরসাইকেল সার্ভিসে চলছে ৩০% ছাড়

যারা বাইক রাইড করে থাকেন তারা সব সময় কম খরচে ভালো একটি সার্ভিস আশা করে থাকেন। বর্তমানে অনেক সার্ভিস সেন্টার রয়েছে যারা সার্ভিসের ক্ষেত্রে তাদের মান বজায় রেখেছেন। এই সকল মান সম্মত সার্ভিস সেন্টার গুলোর ভেতর “মটোমেক্স” অন্যতম একটি সার্ভিস সেন্টার।
মটোমেক্স ঢাকার তেজগাঁও লিংক রোডে অবস্থিত একটি উন্নত মানের সার্ভিস সেন্টার। যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেলের সার্ভিস প্রদান করে থাকেন।

তাদের রয়েছে দক্ষ টেকনিশিয়ান সহ প্রশিক্ষিত কর্মী। যারা সব সময় কাস্টোমারদের উন্নত সার্ভিস প্রদান করে থাকেন।
মটোমেক্স বাংলাদেশ প্রতি রবিবার বাইকারদের নিয়ে এসেছে এক দারূণ অফার। এই অফারে মটোমেক্স তাদের সার্ভিসে দিচ্ছে ৩০ শতাংশ ছাড়।

Also Read: মোটরসাইকেল সার্ভিস সেন্টার বাংলাদেশ
বাইকের সার্ভিসের ক্ষেত্রে কাস্টোমার পেয়ে যাবেন ৩০ শতাংশ ছাড়। যদিও এই ছাড় শুধু মাত্র রবিবার দিনের জন্য প্রযোজ্য হবে।
তাই যাদের মোটরসাইকেলের সার্ভিস প্রয়োজন তারা শীঘ্রই মটোমেক্স এর সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। আর সার্ভিসে উপভোগ করুন ৩০ শতাংশ ছাড়।
মটোমেক্স ঠিকানাঃ
১৯০/এ, গুলশান তেজগাও লিংক রোড,
তেজগাও, ঢাকা
ফোনঃ ০১৯৮৯-৮৯২৩২৩
T
Published by Raihan Opu Bangla