Shares 2
বাইকের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়। জানুন বিস্তারিত
Last updated on 29-Dec-2024 , By Ashik Mahmud Bangla
প্রতিটা বাইকের জন্য ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই নিজের বাইকের যত্ন নিলেও বাইকের ব্যাটারি ভালো রাখার উপায় নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না। কিন্তু বর্তমান সময়ে এমন অনেক বাইক আছে যেগুলো ব্যাটারি ছাড়া স্টার্ট দেয়া অনেকটায় মুশকিল। তাই শুধু বাইক পরিষ্কার রাখলেই চলবে না এর পাশাপাশি আমাদের বাইকের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। চলুন তাহলে জেনে নেয়া যাক বাইকের ব্যাটারি ভালো রাখার ৫ টি সহজ উপায় সম্পর্কে।

বাইকের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়ঃ
১- আমরা অনেকেই বাইকে বিভিন্ন ধরনের লাইটিং করে থাকি যাতে বাইকটি রাতের বেলা দেখতে সুন্দর লাগে। কিন্তু এই কাজটা করার সময় অনেক ক্ষেত্রে আমরা লাইটের লাইন সরাসরি ব্যাটারি থেকে নিয়ে আসি,যার ফলে ক্রস কানেকশন হয়ে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তাই বাইকে যদি অতিরিক্ত লাইট লাগান তাহলে সরাসরি ব্যাটারিতে কানেকশন না দিয়ে ইঞ্জিনের সাথে এটি কানেক্ট করে দিন,যাতে ইঞ্জিন স্টার্ট না হলে লাইটগুলো না জলতে পারে।

২- ব্যাটারি ভালো রাখার সহজ উপায় এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারিকে পানি থেকে দূরে রাখা। আমরা যখন হাই স্পীড মেশিনের মাধ্যমে বাইক ওয়াশ করিয়ে থাকি তখন বাইকের ব্যাটারিতে অনেক সময় পানি লাগার সম্ভাবনা থাকে, এদিকে বিশেষভাবে লক্ষ রাখুন। বাইক ওয়াশ করার সময় যেনো ব্যাটারিতে পানি না লাগে।

Also Read: মোটরসাইকেল এর ব্যাটারি সংক্রান্ত সকল প্রশ্ন ও তার উত্তর, তিনটা প্রাকটিক্যাল উদাহরণ।
৩- বাইকের ব্যাটারি ভালো রাখতে চাইলে প্রতিমাসে অন্তত একবার বাইরে ব্যাটারি চেক করুন। যদি বাইকের ব্যাটারিতে চার্জ কম থাকে তাহলে বাইকের ব্যাটারি চার্জ দিন। তবে তার আগে অবশ্যই আপনাকে আপনার ব্যাটারির ধরণ সম্পর্কে জেনে নিতে হবে।
৪- আপনার বাইকে যদি অনেক বেশি পাওয়ারের হেডলাইট লাগানো থাকে তাহলে বাইক সেলফ দিয়ে স্টার্ট করার সময় হেডলাইট অফ করে নিন। এই কাজটা আমরা অনেকেই করি না। কিন্তু আপনি যদি এটা করেন আশাকরা যাচ্ছে আপনার বাইকের ব্যাটারি অনেকদিন ভালো থাকবে।
৫- ঢাকা শহরের বাইকারদের কাছে এলইডি লাইট খুব বেশি জনপ্রিয়। তাই অধিকাংশ বাইকে এলইডি লাইট দেখা যায়। কিন্তু আমরা যখন কোন সিগনালে দাঁড়িয়ে থাকি তখন বাইক অফ করার কথা মনে থাকলেও লাইট অফ করার কথা আমাদের অনেকর মনে থাকে না। আর এই অভ্যাসটা আমাদের বাইকের ব্যাটারীর জন্য বেশ ক্ষতিকর। তাই চেষ্টা করুন বাইক যখন অফ থাকে তখন যেনো বাইকের হেড লাইট অন না থাকে।
এছাড়াও যদি আপনি লং রাইডে বের হল তাহলে বাইকের ব্যাটারি আগে থেকে চেক করিয়ে নিন। ব্যাটারিতে কোন ছিদ্র হয়েছে কিনা অথবা ব্যাটারি ফুলে গেছে কিনা এই দিকগুলোতে লক্ষ্য করুন। বাইকের ব্যাটারি ভালো রাখার ৫ টি সহজ উপায় আজ আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনি যদি বাইকের পাশাপাশি ব্যাটারিও ভালো রাখতে চান তাহলে এগুলো মেনে চলার চেষ্টা করুন। আশাকরি আপনার বাইকের ব্যাটারি অনেকদিন ভালো থাকবে। মাস্ক ব্যবহার করুন, যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে ভালো থাকুন আর নিজের পরিবারকে ভালো রাখুন।
T
Published by Ashik Mahmud Bangla