Shares 2

বৈধ হলে ফুল নইলে মামলা

Last updated on 29-Dec-2024 , By Shuvo Bangla

বরাবরের মতো পুলিশ সড়কে দাঁড়িয়ে মোটরসাইকেলের কাগজ পরীক্ষা করছে। উদ্দেশ্য চালকের কাছে বৈধ কাগজপত্র আছে কি না তা জানা। তবে এ অভিযান একটু ব্যতিক্রম। অবৈধ কাগজ থাকলে জুটেছে শাস্তি, তেমনি বৈধ কাগজপত্রধারী চালকরা পেয়েছেন ফুল।

বৈধ হলে ফুল নইলে মামলা

বৈধ হলে ফুল নইলে মামলা

ভোলা শহরে অভিনব কায়দায় এ ধরনের অভিযান চালাচ্ছে পুলিশ। আজ বুধবার বিকেল সোয়া ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। এ সময় পুলিশ সদস্যরা বিভিন্ন মোটরসাইকেল আটক করে এবং কাগজপত্র যাচাই-বাছাই করে দেখে। যাঁদের সঙ্গে বৈধ কাগজপত্র পাওয়া গেছে তাঁদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়েছেন পুলিশ সদস্যরা।

Also Read: গাড়ি বৈধ না অবৈধ জানাবে ডিজিটাল মেশিন

 অন্যদিকে যাঁদের সঙ্গে কাগজপত্র পাওয়া যায়নি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে মামলার কাগজ। গাড়ির লাইসেন্স করেই গাড়ি নেওয়ার কথা জানিয়ে দেয় পুলিশ। পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, বৈধ কাগজপত্র রাখতে উৎসাহিত করতে এ ধরনের অভিযান চালানো হয়েছে। অভিযানে শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Published by Shuvo Bangla