Shares 2

বিএইচএল আয়োজন করতে যাচ্ছে হোন্ডা প্রিমিয়ার লীগ ২০২৫

Last updated on 17-Feb-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশে হোন্ডা এক্সব্লেড এর নতুন ভার্সন লঞ্চ করেছে। এই ভার্সনটি আগের ভার্সনের চেয়ে প্রযুক্তিগত এবং আধুনিক ফিচার্সের দিক থেকে এগিয়ে রয়েছে। এছাড়া হোন্ডা তাদের কাস্টোমার এবং ডিলারদের জন্য নিয়ে এসেছে নতুন একটি লীগ। হোন্ডা প্রিমিয়ার লীগ ২০২৫। এটি মুলত একটি ফুটবল বা ফুটসাল লীগ।

হোন্ডা প্রিমিয়ার লীগ ২০২৫

হোন্ডা প্রিমিয়ার লীগ ফেব্রুয়ারি ২০২৫

ফুটসাল একটি ফুটবল-ভিত্তিক ক্রীড়া, যা ফুটবল মাঠের চেয়ে ছোট একটি শক্ত মাঠে এবং প্রধানত অভ্যন্তরীণ মাঠে অনুষ্ঠিত হয়। এই ক্রীড়াকে সংক্ষিপ্ত স্তরের ফুটবল হিসেবে বিবেচনা করা হয়। এটি ৫ জনের দলের সমন্বয়ে অনুষ্ঠিত ফুটবল, যা অভ্যন্তরীণ ফুটবলের সাথে মিল রয়েছে।

Also Read: Motorcycle Price In Bangladesh

বর্তমানে ফুটসাল অনেক জনপ্রিয় খেলা। ইনডোর গেম এবং কম সময়ের কারনে ফুটবলের এই ছোট ভার্সনটি দ্রুত প্রতিটি দেশেই জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এই ফুটসাল নিয়ে নানা ধরনের আয়োজন করে থাকে। ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। 

হোন্ডা তাদের কাস্টোমার এবং ডিলারদের নিয়ে প্রথমবারের মত এই আয়োজন করতে যাচ্ছে “হোন্ডা প্রিমিয়ার লীগ ২০২৫”। আগামী ২১ এবং ২২ ফেব্রুয়ারী ২০২৫ কাস্টোমার এবং ডিলারদের নিয়ে ঢাকার ১০০ ফিটে অবস্থিত গ্রীনভ্যালি রিসোর্টে অনুষ্ঠিত হবে। 

Also Read: Honda Motorcycle Price In Bangladesh

এতে করে ডিলাররা রেজিস্ট্রেশন করে তাদের দল নির্বাচন করতে পারবেন। আর কাস্টোমারগণ দলে অংশগ্রহণ করতে পারবেন। যারা এই ইভেন্টে অংশ গ্রহণ করতে চান, তারা আপনার কাছাকাছি হোন্ডা মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। 

বর্তমানে হোন্ডা তাদের কাস্টোমারদের নিয়ে বেশ কিছু ইভেন্ট করেছে। আমরা আশা করছি হোন্ডা তাদের এই যাত্রা অব্যাহত রাখবে। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla