Shares 2
বিএইচএল বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Honda Hornet 2.0
Last updated on 27-Sep-2024 , By Arif Raihan Opu
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি লঞ্চ করেছে নতুন একটি মোটরসাইকেল মডেল। সিসি লিমিটেশন কে ৪০০সিসি করার পর হোন্ডা প্রথমবারের মত ১৬০সিসি এর উপর কোন মোটরসাইকেল লঞ্চ করছে।
বিএইচএল বাংলাদেশে লঞ্চ করল Honda Hornet 2.0

হোন্ডা বাংলাদেশে লঞ্চ করেছে Honda Hornet 2.0। বাইকটি হর্নেটের আপডেট ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে। হর্নেট ১৬০সিসি নেকেড কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল মডেল হচ্ছে হর্নেট।
সিসি লিমিটেশনের কারণে এই বাইকটি এত দিন ১৬০সিসির ছিল। তবে নতুন মডেলটি তে দেয়া হয়েছে ১৮০সিসির ইঞ্জিন। এর সাথে আরও রয়েছে ফোর স্ট্রোক ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইঞ্জেকশন (এফআই), ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৭.০২ বিএইচপি @ ৮৫০০ আরপিএম এবং ১৫.৯০ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম।

এই মোটরসাইকেলটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন, গ্রাফিক্স, ও কালার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। বিএইচএল এই বাইকটির মুল্য রেখেছে ২,৮৯,০০০/- টাকা।


খুব শীঘ্রই বাইকটি বাংলাদেশে সকল হোন্ডা মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে। বাইকটি সম্পর্কে জানতে সরাসরি হোন্ডা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড এবং দাম জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন।
T
Published by Arif Raihan Opu