Shares 2
নতুন বছরের আগমণ উপলক্ষ্যে বাজাজ বাংলাদেশ দিচ্ছে বাজাজ নিউ ইয়ার সার্ভিস ক্যাম্প - ২০২৬
Last updated on 30-Dec-2025 , By Arif Raihan Opu
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাজাজ মোটরসাইকেল। ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে বাজাজ এর নাম সবার উপরের দিকেই রয়েছে। আর নতুন বছরের আগমন উপলক্ষ্যে বাজাজ নিয়ে এসেছে “নিউ ইয়ার সার্ভিস ক্যাম্প– ২০২৬”।

বাজাজ নিউ ইয়ার সার্ভিস ক্যাম্প - ২০২৬
নতুন বছরের আগমন উপলক্ষ্যে বাজাজ তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটি হচ্ছে “নিউ ইয়ার সার্ভিস ক্যাম্প – ২০২৬”। যেখানে বাজাজ ব্যবহারকারীরা তাদের মোটরসাইকেলটি ৫০ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে সার্ভিস করাতে পারবেন।
আরও পড়ুনঃ বাজাজের সকল মোটরসাইকেলের দাম

এছাড়া যেকোন স্পেয়ার পার্টসের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় রয়েছে। তাই আপনার বাইকের যদি কোন স্পেয়ার পার্টসের দরকার হয় আপনি খুব সহজেই ক্রয় করতে পারবেন। এর সাথে সাথে রয়েছে ফ্রী ডায়গোনসিস এবং চেক আপ এর সুবিধা।
এই ক্যাম্পেইন শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ৩ জানুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে অনুগ্রহ করে বাজাজ অনুমোদিত নিকটস্থ সার্ভিস ওয়ার্কশপে ভিজিট করুন। প্রয়োজনে কল করুন: ০৯৬৭৮৩৩৩৮৮৮ ।

বাংলাদেশে বাজাজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে উত্তরা মোটরস লিমিটেড। বাংলাদেশে অনেক বছর ধরে একত্রে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে উচ্চ সিসির প্রথম মোটরসাইকেল Bajaj Pulsar N250 লঞ্চ করেছিল।
এছাড়া বিস্তারিত জানতে আপনার কাছাকাছি বাজাজ অথোরাইজড শোরুম এ যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য ও শেষ আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu