Shares 2

বাইকের ব্যাটারি চেক করার সঠিক নিয়ম - কত ভোল্ট থাকা উচিৎ ?

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

বাইকের ব্যাটারি যখন ডাউন হয়ে যায় আমরা সবাই যেটা করি, সেটা হচ্ছে বাইক চালিয়ে কোন সার্ভিস সেন্টারে নিয়ে যায় এবং  বাইকের ব্যাটারিতে চার্জ দিয়ে দিতে বলি। কিন্তু এভাবে বাইকের ব্যাটারির আসল হেলথ কেমন সেটা বোঝা যায় না। আজ আমরা বাইকের ব্যাটারি চেক করার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো, আপনি যদি এই নিয়ম মেনে বাইকের ব্যাটারি চেক করেন তাহলে বাইকের ব্যাটারির সঠিক হেলথ বুঝতে পারবেন। 

Also Read: মোটরসাইকেল এর ব্যাটারি সংক্রান্ত সকল প্রশ্ন ও তার উত্তরবাইকের ব্যাটারি চেক

বাইকের ব্যাটারি চেক করার সঠিক নিয়ম

আমরা যখন বাইক চালাবো তখন বাইকের ব্যাটারি চার্জ নিয়ে নিবে, আপবি যদি এই অবস্থায় ব্যাটারি হেলথ চেক করান তাহলে ব্যাটারির আসল অবস্থা বুঝতে পারবেন না। শীতকালে বাইকের ব্যাটারি এমনিতেই একটু ঝামেলা করে , তারমধ্যে অতিরিক্ত ফগ লাইট লাগানো থাকে।বাইকের ব্যাটারিবাইকের ব্যাটারি চেক করার সঠিক সময় হচ্ছে সকাল বেলা বাইক স্টার্ট দেয়ার আগে। সারারাত বাইক অফ থাকে আপনার বাইকে যদি কোন সমস্যা থাকে অথবা বাইকের ব্যাটারিতে যদি কোন সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সকাল বেলা আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। 

বাইকের ব্যাটারি যে যন্ত্র দিয়ে চেক করা হয় সেই যন্ত্রের নাম Avomete, বাইকের ব্যাটারি সকালে চেক করার সময় যদি ১২ ভোল্ট থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে বাইকের ব্যাটারি ঠিক আছে। অনেক সময় ১২ ভোল্ট থেকে হাল্কা কম আসতে পারে।

বাইকের ব্যাটারি প্রতিটা বাইকের জন্য খুব জরুরি, তাই বাইকের ব্যাটারির দিকে খেয়াল রাখুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

ধন্যবাদ

Published by Arif Raihan Opu