Shares 2
বাইকারস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ আয়োজন করেছে টিম সিবিসি
Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu
চট্টগ্রাম বাইকার ক্লাব (সিবিসি) এর উদ্যোগে বাইকারদের নিয়ে আয়োজন করা হয়েছে “বাইকারস ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২২”।

উক্ত টুর্নামেন্টেটি বাইকারদের অংশগ্রহণে গত ১১ মার্চ ২০২২ শুভ উদ্ভোদনের মাধ্যমে শুরু হয়েছে।
এই টুর্নামেন্টের আয়োজক কমিটি, এস. এম. ইমাম হাসান (রিংকু), জেইন খান, রাফাত রহমান, অমিতাভ কর্মকার, রেজাউর রহমান এবং টিম সিবিসি।

পৃষ্ঠ পোষকতা করছে, গোল্ড – জেএমই মোটরস। ব্রোন্জ – সাফা মারওয়া বাইক জোন এবং আয়াত এন্টারপ্রাইজ। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাইকবিডি, অনলাইন মিডিয়া পার্টনার, ওয়াল্ড ইন বাংলাদেশ এবং ফটোগ্রাফি পার্টনার, ফটোমেকার।
বাইকবিডি এর ফাউন্ডার ও সিইও শুভ্র সেন বলেছেন, “বাইকারদের জন্য এই ধরনের আয়োজন আরও বেশি করা উচিত। এতে করে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে। সেই সাথে দৈনন্দিন জীবনের এক ঘেয়েমি থেকে তারা কিছুটা হলেও মুক্তি পাবে”।

এর সাথে তিনি আরও যুক্ত করেছেন, “বাইকবিডি এই টুর্নামেন্টের অংশ হতে পেরে বেশ গর্বিত। আমরা আশা করব এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য সবাইকে এগিয়ে আসবে। বাইকারদের নিয়ে এই ধরনের আরও অনেক টুর্নামেন্ট আয়োজন করা হলে বাইকবিডি সব সময় তাদের পাশে থাকবে”।
এছাড়া এই টুর্নামেন্ট এর আহ্বায়ক ও চট্টগ্রাম বাইকার ক্লাব (সিবিসি) এর ফাউন্ডার এস.এম. ইমাম হাসান (রিংকু) বলেন, "বাইকারদের মধ্যে এবং বাইকিং গ্রুপ গুলোর মাঝে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সামনে বাইকারদের নিয়ে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা যেন আয়োজন করতে পারি তাই সকলের সাপোর্ট এবং দোয়া প্রার্থী। তার সাথে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকার জন্য বাইকবিডিকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu