Shares 2

বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এফএনএম অটোমোটিভ লিমিটেড

Last updated on 12-Jan-2025 , By Raihan Opu Bangla

বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এফএনএম অটোমোটিভ লিমিটেড। এফএনএম অটোমোটিভ লিমিটেড বাংলাদেশের অন্যতম বড় এলইডি লাইট ডিস্ট্রিবিউটর এবং ব্র্যান্ড।

বাইকবিডির নতুন পার্টনার এফএনএম অটোমোটিভ লিমিটেড

বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এফএনএম অটোমোটিভ লিমিটেড

বাংলাদেশে এলইডি হেডলাইটের চাহিদা থাকার কারনে এফএনএম অটোমোটিভ বাংলাদেশে নিয়ে এসেছে Novsight এবং Nighteye এর মতো এলইডি ব্র্যান্ড। Novsight এবং Nighteye অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এফএনএম অটোমোটিভ লিমিটেড।

Also Read: FNM-T30*30-600 - Towel Price In Bangladesh

এছাড়া এফএনএম তাদের নিজ্ব ব্র্যান্ডিং এর এলইডিও বাংলাদেশে লঞ্চ করেছে। এটি বাংলাদেশের অন্যতম এলইডি ব্র্যান্ড যারা বাংলাদেশী কোম্পানী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। 

এফএনএম অটোমোটিভ লিমিটেড

গত ১৬ মার্চ ২০২৪ তারিখে বাইকবিডি ও এফএনএম অটোমোটিভ লিমিটেড এর মধ্যে এক সমোঝতা চুক্তি স্বাক্ষর হয়েছে। যেখানে আগামী এক বছরের জন্য এফএনএম অটোমোটিভ লিমিটেডের হয়ে প্রোমোশনাল এক্টিভিটি পরিচালনা করে থাকবে। 

সবশেষে মোটরসাইকেল ও মোটরসাইকেল সম্প্রর্কিত সকল তথ্য, মোটরসাইকেলের দাম, এবং টিপস-ট্রিকস জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla