Shares 2
বাইকবিডির নতুন বিউটিফিকেশন পার্টনার হচ্ছে মটো প্যারাডাইজ বিডি
Last updated on 01-Aug-2024 , By Arif Raihan Opu
বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীরা তাদের মোটরসাইকেল কে অনেক ভাবে মডিফিকেশন ও বিউটিফিকেশন করে থাকেন। বিশেষ ভাবে কালার ও স্টিকারের মাধ্যমে বাইকের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার চেষ্টা করে থাকেন। বাইকের বিউটিফিকেশনের জন্য এবং বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মটো প্যারাডাইজ বিডি।
বাইকবিডির নতুন বিউটিফিকেশন পার্টনার হচ্ছে মটো প্যারাডাইজ বিডি

মটো প্যারাডাইজ বিডি বাংলাদেশের অন্যতম একটি নতুন প্রতিষ্ঠান যারা বাইকের কালার বা বিউটিফিকেশনের উপর কার্যক্রম পরিচালনা করে থাকে। বাইকের কালার বা বিউটিফিকেশনের ক্ষেত্রে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে মটো প্যারাডাইজ বিডি।
আমাদের অনেকের বাইকের রং অনেক সময় পছন্দ না হবার কারণে সেটাকে পরিবর্তন করে থাকি। এক্ষেত্রে আমরা কালার কোয়ালিটি নিয়ে বেশ চিন্তা করে থাকি। কারণ কালার কোয়ালিটি ভাল না হলে সেক্ষেত্রে বাইকের ক্ষতি হবার সম্ভাবনা থেকে যায়।

ঠিক এখানেই মটো প্যারাডাইজড বিডি সবার চেয়ে আলাদা। তাদের কালার কোয়ালিটি থেকে ফিনিশিং সব কিছুই অনেক উন্নত মানের। সেই সাথে তাদের কালার কোয়ালিটির সাথে কোন ধরনের কম্প্রোমাইজ করা হয় না।
মটো প্যারাডাইজ বিডি শুধু যে মোটরসাইকেল কালার করে থাকে এমন নয়। এছাড়া বাইকের রিম কালার, চেসিস কালার, বাইকের প্লাস্টিক মেরামত, সিরামিক কোটিং, দুর্ঘটনায় পতিত হওয়া বাইকের বডি কিট প্লাস্টিক, সহ সব ধরনের মেরামত করা হয়।

এই মটো প্যারাডাইজ বিডি এর ঠিকানা হচ্ছে, ১৮৭/৯, পিরেরবাগ, ৬০ফিট রোড, মিরপুর-২, ঢাকা। এছাড়া আপনার ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য, ফোন – ০১৩০০-১১০৪১০।
আমরা আশা করছি বাইকবিডি ও মটো প্যারাডাইজ বিডি এক সাথে বাইকারদের জন্য ভাল কিছু নিয়ে আসতে পারবে। এছাড়া যারা বাইকের কালার এবং বিউটিফিকেশন করতে চাচ্ছেন তারা দ্রুত মটো প্যারাডাইজড বিডিতে যোগাযোগ করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu