Shares 2
বাইকবিডির নতুন পার্টনার কার্নিভাল এসিউর লিমিটেড
Last updated on 29-Jul-2024 , By Arif Raihan Opu
গত ০২.০৬.২০২১ তারিখে বাইকবিডি ও কার্নিভাল এসিউর লিমিটেড এর মধ্যে একটি চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এখন বাইকবিডির নতুন পার্টনার হিসেবে কার্নিভাল এসিউর লিমিটেড যুক্ত হয়েছে।
বাইকবিডির নতুন পার্টনার কার্নিভাল এসিউর লিমিটেড
বাইকবিডি তাদের শুরু থেকে বাইকারদের নিয়ে কাজ করছে। এছাড়া বাইক কোম্পানি গুলোর সাথে বাইকারদের একটা মেল বন্ধন তারা তৈরি করেছে। বাইক এবং বাইকারের সেফটির উদ্দেশ্যে বাইকারদের ইন্স্যুরেন্স করা হয়। তবে কার্নিভাল এসিউর তারা নিয়ে এসেছে বাইকারদের জন্য ইন্স্যুরেন্স পলিসি।

কার্নিভাল সম্পর্কে জানতে ভিজিট করুন

গত ২রা জুন কার্নিভাল এসিউর লিমিটেড এর অফিসে এই চুক্তি সম্পাদন হয়। চুক্তি স্বাক্ষরের সময় সেখানে কার্নিভাল এসিউর লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন তাদের ম্যানেজিং ডিরেক্টর মহিউদ্দিন রাস্তি মোর্শেদ, সিনিয়র ম্যানেজার ইমতিয়াজ নুর সাদী এবং ম্যানেজার রাহাত আমজাদ আর বাইকবিডির পক্ষে উপস্থিত ছিলেন বাইকবিডির সিইও শুভ্র সেন, মার্কেটিং ম্যানেজার ওয়াসিফ আনোয়ার এবং একাউন্ট ম্যানেজার মোঃ আরাফাত ইসলাম।

কার্নিভাল এর সাথে পার্টনার হিসেবে রয়েছে অনেক গুলো ইন্স্যুরেন্স কোম্পানি যারা বাইক এবং বাইকারদের নিয়ে কাজ করে থাকে। কার্নিভাল এর রয়েছে অনেক গুলো হেলথ সেফটি প্যাকেজ। এই হেলথ সেফটি প্যাকেজের মধ্যে জনপ্রিয় প্যাকেজ হচ্ছে "কার্নিভাল সেফটি ফার্স্ট"। এই প্যাকেজে সর্বোচ্চ ৫০,০০০/- পর্যন্ত কভারেজ দেয়া হবে।
তবে এখানে শুধু মাত্র যে বাইক দুর্ঘটনার ক্ষেত্রে এই সেবা দেয়া হবে তা নয়। যেকোন দুর্ঘটনা জনিত কারনে আপনাকে এই পরিসেবা দেয়া হবে। আর আপনাকে এই প্যাকেজের জন্য এক বছরে ৩৬৫/- টাকা পরিশোধ করতে হবে।
প্যাকেজটিতে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন
বাইকবিডি ও কার্নিভাল এক সাথে এখন থেকে বাইকারদের হেলথ সেফটি বিষয়ে কাজ করবে। তারা বাইকারদের দুর্ঘটনা এবং তার অপকারিতা সম্পর্কে বাইকারদের অবহিত করবে। অপর দিকে হেলথ সেফটি বিষয়ে বাইকারদের সচেতন করবে।
যাতে তারা দুর্ঘটনা পরবর্তিতে নিজেদের চিকিৎসা নিয়ে কোন ধরনের আর্থিক সঙ্কটে না পরে। আশা করা যাচ্ছে এই সেফটি প্যাকেজটি সবার জন্য ফলপ্রসূ হবে এবং ভবিষ্যতে আরও অনেক সুবিধাসহ ইন্স্যুরেন্স কোম্পানি এগিয়ে আসবে।
T
Published by Arif Raihan Opu