Shares 2

বাইকবিডি এর নতুন পার্টনার ট্র্যাকার্স বিডি!

Last updated on 12-Jan-2025 , By Raihan Opu Bangla

২০২২ শুরু হয়ে গিয়েছে। এই বছর বাইকবিডির সকল ফ্যানদের জন্য আমরা চেষ্টা করব নতুন ভাবে নতুন কিছু নিয়ে আসার। সেই ধারায় বছরের শুরুতেই বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জিপিএস ট্রেকিং সিস্টেম ট্র্যাকার্স বিডি। বছরের শুরুতেই ট্র্যাকার্স বিডি ও বাইকবিডি এর মধ্যে একটি এক বছরের জন্য চুক্তি সম্পাদন করা হয়। যাতে আগামী এক বছর বাইকবিডির পার্টনার হিসেবে তাদের জিপিএস ট্র্যাকিং পার্টনার থাকবে ট্রেকার্সবিডি। 

বাইকবিডি এর নতুন পার্টনার ট্র্যাকার্স বিডি!

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শুভ্র সেন, ফাউন্ডার ও সিইও, বাইকবিডি, ওয়াসিফ আনোয়ার, চিফ অপারেটিং অফিসার, বাইকবিডি এবং নাহিদ ভূইয়া, চেয়ারম্যান ও সিইও, ট্র্যাকার্স বিডি উপস্থিত ছিলেন। বাইকবিডি বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্লগ, এবং এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। বাইকবিডি ডট কম কোম্পানিটি প্রতিষ্ঠা করেন, ফাউন্ডার ও সিইও মিস্টার শুভ্র সেন।

Also Read: বাংলাদেশের সকল ট্র্যাকার্স বিডি

তিনি বাংলাদেশের বাইকার ও পজেটিভ বাইকিং এর উদ্দেশ্য নিয়ে বাইকবিডির যাত্রা শুরু করেন। বাইকাদের সহায়তা ও তাদের প্রতি ভালবাস থেকেই বাইকবিডির যাত্রা শুরু হয়। বাইকবিডির অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাইকারদের সহায়তা করা ও তাদের বাইক বা মোটরসাইকেল সম্পর্কিত সকল সমস্যার সমাধান দেয়া।

এছাড়া বাইকারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও বাইকবিডির অন্যতম একটি উদ্দেশ্য। এর লক্ষ্যে বাইকবিডি আয়োজন করেছি "No Helmet, No Respect" এর মত সাহসী পদক্ষেপ। কারণ ঠিক ওই সময়ে মানুষ হেলমেট এর প্রয়োজনীয়তা তেমন বুঝত না বা বুঝলেও তারা এই ব্যাপারে সচেতন ছিল না। বাইকবিডির পদক্ষেপের কারণে এই অবস্থা থেকে বাইকারদের ভেতর সচেতনতা তৈরি হয়। 

Also Read: ঢাকা বাইক শো ২০১৮ তিনটি দিন ছিল বেশ স্মরনীয় - বাইকবিডি এ্যওয়ার্ডস

বাংলাদেশের বাইকারদের ভেতর একটা ভয় সব একটা চিন্তা কাজ করে যে বাইক নিয়ে পার্ক করব কোথায়। সেখানের সিকিউরিটি কেমন সেটা নিয়ে বাইকারদের মধ্যে একটা ভয় কাজ করে থাকে। সেই চিন্তা দূর করতে ট্র্যাকার্স বিডি বাইকারদের জন্য নিয়ে এসেছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে বাইকাররা তাদের বাইকের অবস্থান খুব সহজেই জেনে নিতে পারবেন।

এছাড়া এর সাথে সেফটি ফিচার্স রয়েছে, যাতে বাইক চুরি হবার সম্ভাবনাও অনেকাংশে কমে গিয়েছে। এতে করে বাইকের অবস্থান ও অন্যান্য ফিচার্স এর কারণে এই সিস্টেম বাইকের নিরাপত্তায় অনেক সহায়তা করবে। আশা করছি এই পার্টনারশীপ বাইকবিডি ও ট্র্যাকার্স বিডি উভয়ের জন্য ফলপ্রসূ হবে।

আর যারা জিপিএস সিস্টেম ব্যবহার করতে চান তাদের জন্যও আশা করি ট্র্যাকার্স বিডি অনেক ভাল একটা জিপিএস সিস্টেম হবে। জিপিএস সিস্টেম এবং বাইক সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করতে থাকুন। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes