Shares 2
বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে নতুন ইলেক্ট্রিক ব্র্যান্ড ZEEHO
Last updated on 12-Oct-2025 , By Arif Raihan Opu
বর্তমানে বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডের ক্ষেত্রে সবার উপরে নাম রয়েছে সিএফমোটো বাংলাদেশ এর নাম। সিএফমোটো বাংলাদেশ তাদের আধুনিক প্রযুক্তি যুক্ত, স্টাইলিশ এবং আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেলের মাধ্যমে বাইকারদের মন জয় করে নিয়েছে।

দ্রুত বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে নতুন ইলেক্ট্রিক ব্র্যান্ড ZEEHO
তাছাড়া সিএফমোটো অন্যতম চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড যারা উচ্চ সিসির মডেলের মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে আসছে। সেই সাথে সকল রেঞ্জের ও সেগমেন্টের মোটরসাইকেল তাদের রয়েছে।
সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে যে তারা দ্রুত ইলেক্ট্রিক ভেহিকল বাংলাদেশের বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এই ইলেক্ট্রিক ব্র্যান্ডটি হচ্ছে ZEEHO। নতুন এই ব্র্যান্ডটি খুব দ্রুত বাংলাদেশে লঞ্চ করা হবে।

ZEEHO তাদের লাইন আপে অনেক গুলো মডেল যুক্ত করেছে। এই মডেল গুলো হচ্ছে AE8 S+, AE8+, AE8 EV, AE8 Max, AE6। এছাড়াও তাদের মপেড বা ইলেক্ট্রিক বাইক সেগমেন্টেও স্টাইলিশ বাইক রয়েছে। এই মডেলটি হচ্ছে ZEEHO City Sports।
যারা ইলেক্ট্রিক স্কুটার বা মোটরসাইকেল পছন্দ করে থাকেন। তাদের জন্য ZEEHO হতে পারে অন্যতম পছন্দের স্কুটার।

ZEEHO মুলত চাইনিজ একটি ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি সিএফমোটো এর একটি সহযোগী অঙ্গপ্রতিষ্ঠান। ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। পুরো বিশ্ব জুড়েও সিএফমোটো এবং ZEEHO ছড়িয়ে আছে।

ব্র্যান্ডটির প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন যাত্রাকে সহজ করে তোলা। দৈনন্দিন যাতায়াত কে সহজ, কম খরচ এবং সেই সাথে আধুনিক করার প্রচেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয় ZEEHO আধুনিক প্রযুক্তি ও যুগের সাথে তাল মিলিয়ে কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে স্কুটার ডিজাইন ও তৈরি করে থাকে।
সিএফমোটো বাংলাদেশে দ্রুত নিয়ে নতুন এই ব্র্যান্ডটি নিয়ে হাজির হবে বলে আমরা আশা করছি। তাই বিস্তারিত আপডেট পেতে সিএফমোটো বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu