Shares 2

খুব নিরবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে Bajaj Pulsar NS 125

Last updated on 07-Jan-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বাজাজ এর নাম সবার উপরের দিকেই থাকবে। বাজাজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। বিক্রয়ের দিক থেকে বাজাজ শীর্ষ ব্রান্ড গুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড।

বাংলাদেশে লঞ্চ করা হয়েছে Bajaj Pulsar NS 125

খুব নিরবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে Bajaj Pulsar NS 125

Also Read: Bajaj Bike Showroom in Ramna: Rising Sun (Dhaka) 

সম্প্রতি উচ্চসিসির নেকেড স্পোর্টস মোটরসাইকেল Bajaj Pulsar N250 বাইকটি বাংলাদেশে লঞ্চ করে। বাইকটি লঞ্চ হবার পর থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার ধারাবাহিকতায় বাজাজ বাংলাদেশে অন্য একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করে। 

বাংলাদেশে বাজাজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে উত্তরা মোটরস লিমিটেড। তারা সম্প্রতি খুব কম আয়োজনের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ করেছে Bajaj Pulsar NS 125

যদিও বাইকটি খুব নিরবেই লঞ্চ করা হয়েছে তবে বাইকটিকে NS 160 এর ছোট ভার্সন বললে ভুল হবে না। লুকস, ডিজাইন, গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছু মিলিয়ে বাইকটি বেশ পাওয়ার ফুল বলা যায়।

এই বাইকটিতে দেয়া হয়েছে ১২৪.৫সিসি, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ৪টি ভাল্ব যুক্ত ইঞ্জিন। ইঞ্জিন থেকে সর্বোচ্চ 12.00 Bhp @ 8500.00 RPM এবং  11.00 NM @ 7000.00 RPM পর্যন্ত সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে সক্ষম।

তবে বাইকটির দাম নিয়ে কিছুটা হলেও কথা বলার রয়েছে। বাইকটির মুল্য ধরা হয়েছে ১,৮৩,৭৫০/- । আপনি বাইকটি সম্পর্কে জানতে বা ক্রয় করতে বাজাজ এর অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। 

বাজাজ সহ সকল মোটরসাইকেল ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম, খবর সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes