Shares 2
বাংলাদেশে দ্রুত লঞ্চ হতে যাচ্ছে Hero Karizma XMR 210 - গুজব নাকি সত্যি?
Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla
বাংলাদেশে ২০২৩ সালে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে। আর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সিসি লিমিটেশন বাড়িয়ে সেটা ৩৭৫সিসি পর্যন্ত করা হয়েছে। এর আগে সিসি লিমিটেশন ছিল ১৬৫সিসি পর্যন্ত।
Hero Karizma XMR 210 দ্রুত বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে -
সিসি লিমিটেশন বাড়ানোর সাথে সাথে বাংলাদেশের বাইকারদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবার বাংলাদেশেও উচ্চ সিসির ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মোটরসাইকেল দেশের রাস্তায় দেখা যাবে।
সম্প্রতি আমরা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি যে হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের উচ্চসিসির নতুন স্পোর্টস মোটরসাইকেল Hero Karizma XMR 210 বাইকটি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। তবে কবে নাগাদ লঞ্চ হবে এই বিষয়ে সেভাবে কোন তথ্য আমরা পাইনি।
হিরো এই বাইকটিতে দিয়েছে 210 সিসি, 4 স্ট্রোক, 4 ভাল্ভ, লিকুইড কুল্ড, DOHC, ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 25.5 PS @ 9250 rpm এবং 20.4 Nm @ 7250 rpm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই পাওয়ার ট্র্যান্সমিশনের জন্য ইঞ্জিনের সাথে একটি 6 স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে।
এছাড়া ফিচার্স এর মধ্যে এই মোটরসাইকেল থাকছে 6 স্টেপ মনোশক সাসপেনশন, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, অ্যাডজাস্টেবেল উইন্ডশিল্ড, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইত্যাদি।
Also Read: Hero Motorcycle Showroom In Bangladesh
যারা আগের ক্যারিজমা রাইড করেছেন তাদের জন্য নতুন এই ক্যারিজমা বাইকটি অনেক আবেগ নিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে। সোর্স মতে বাইকটি এই বছরের ঈদের আগে অথবা দ্রুত যেকোন সময় বাংলাদেশে লঞ্চ হয়ে যেতে পারে বলে আমরা ধারণা করছি।
তবে এটি বাংলাদেশের বাইকারদের জন্য সুখবর যে বাংলাদেশে উচ্চসিসির মোটরসাইকেল লঞ্চ হতে যাচ্ছে এবং আমরা অতিশীঘ্রই বাংলাদেশের রাস্তায় অনেক উচ্চসিসির মোটরসাইকেল দেখতে পাবো।
T
Published by Raihan Opu Bangla