Shares 2
বাংলাদেশ ভেসপা কমিউনিটি আয়োজন করেছিল জেন্টেলম্যান'স রাইড ২০২২
Last updated on 11-Nov-2023 , By Arif Raihan Opu
গত ২রা ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ ভেসপা কমিউনিটি আয়োজন করেছিল জেন্টেলম্যান’স রাইড ২০২২। প্রতি বছর ভেসপা কমিউনিটি এই রাইডের আয়োজন করে থাকে, এতে ভেসপা ও স্কুটার প্রেমীরা অংশ গ্রহণ করে থাকেন।

বাংলাদেশ ভেসপা কমিউনিটি আয়োজন করেছিল জেন্টেলম্যান'স রাইড
এই বছর বাংলাদেশ ভেসপা কমিউনিটি জেন্টেলম্যান’স রাইড অনেক জাকজমক পূর্ণ ভাবে আয়োজন করেছিল। জেন্টেলম্যান’স রাইড এর স্টার্ট পয়েন্ট ছিল জিএমজি মোড় (তেজগাও লিংক রোড) এর পুলিশ প্লাজার সামনে দিয়ে গুলশান হয়ে হাতিরঝালি দিয়ে আবার জিএমজি মোড়ে ফিরে এসে রাইড শেষ হয়।

এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ফ্যাশন হাউজ সেইলর। এছাড়া প্রোফেশনাল ফটোগ্রাফার ছিল এবং সেই সাথে রিফ্রেশমেন্ট এর ব্যবস্থাও রাখা হয়েছে সবার জন্য।একটি বড় টাইটেল ব্যানার ছিল যেখানে ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছিল। সেইলরের পক্ষ ১৫% ছাড়ের ব্যবস্থা ছিল প্রত্যেক রাইডারের জন্য।
জেন্টেলম্যান্স রাইড উপলক্ষ্যে যারা রাইডে অংশ গ্রহণ করেছেন তাদের সবার জন্য আলাদা ভাবে ড্রেস কোড রাখা হয়েছিল। এই রাইডে অংশ নেয়ার জন্য ছেলেদের ফরমাল শার্ট, স্যুট বা ব্লেজার পরতে হয়েছে এবং মেয়েদের জন্য তারা আরামদায়ক যেকোন পোশাক পরতে পারবে। যারা রাইডে অংশ গ্রহণ করেছিল তাদের সবাইকে কোট পিন দেয়া হয়েছিল।

রাইড শুরু হয় বিকেল তিনটার পর সকলে এক সাথে। সবাই যার যার ভেসপা এবং স্কুটার নিয়ে রাইড শুরু করেন। এরপর ধীরে ধীরে গুলশান, হাতিরঝিল হয়ে আবার জিএমজি মোড়ে ফিরে আসেন।
জেন্টেলম্যান’স রাইড এর সহযোগি হিসেবে পিয়াজিও ব্রো’স এই রাইডের আয়োজক ছিল। তারাও একই সাথে এই জেন্টেলম্যানস রাইডে অংশগ্রহণ করেছিল। আপনি ইটালিয়ান ভেসপা, বাজাজ অথবা যেকোন ভেসপা ই রাইড করুন না কেন ভেসপার আবেগ আপনাকে সব সময় অভিভূত করবে। আপনি এড়িয়ে যেতে পারবেন না।
এই রাইডে ভেসপা ছাড়া অন্যান্য স্কুটার ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেছিল। আমরা আশা করব প্রতি বছর এই জেন্টেলম্যান’স রাইড আয়োজন করবে। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu