Shares 2

বগুড়া বাইক ও মোটর শো ২০২২

Last updated on 01-Aug-2024 , By Arif Raihan Opu

হ্যালো বাইকার্স, কেমন আছেন? আপনারা সবাই ঢাকা বাইক শো সম্পর্কে অবগত রয়েছেন। অনেকেই এই শোতে অংশ নিয়েছেন। তবে এটি ঢাকার ভেতর হবার কারণে ঢাকার বাইরের বাইকারদের জন্য এতে অংশ গ্রহন করা কিছুটা অসুবিধা হয়ে যায়। 

bogura-bike-motor-show-2022

তবে এবার সেই কষ্ট দূর হতে যাচ্ছে। ঢাকার বাইরেই এবার আয়োজিত হতে যাচ্ছে বাইক ও মোটর শো। বাংলাদেশের ভিন্ন ভিন্ন শহরে এই আয়োজন করা হবে বলে জানা যায়। 

হ্যা, এবার ঢাকার  বাইরেই আয়োজিত হতে যাচ্ছে বাইক ও মোটর শো। আপনারা তৈরি তো। আগামী মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইক ও মোটর শো। 

আমরা আপনাদের অনেক খুশির সাথে আপনাদের জানাচ্ছি যে, প্রথম বারের মত বাংলাদেশ আন্তর্জাতিক অটোমোবাইল এক্সপো ২০২২ আয়োজন করতে যাচ্ছে তাদের রিজিওনাল শো। আগামী ১ থেকে ৩ তারিখ বগুড়ার নওদাপারা, মোমো কনভেনশ সেন্টারে আয়োজিত হবে বগুড়া বাইক এবং মোটর শো। 

এটাই হবে প্রথম বারের মতো ঢাকার বাইরে এই ধরনের আন্তর্জাতিক বাইক ও মোটর শো হতে যাচ্ছে। এই আয়োজনটি করতে যাচ্ছে বাংলাদেশ এক্সিবিশন প্রাইভেট লিমিটেড (বিইপিএল)। এই আয়োজনের প্রেস মিডিয়া পার্টনার হচ্ছে দৈনিক করতোয়া এবং ব্রডকাস্টিং পার্টনার হচ্ছে নিউজ২৪।

টিম বাইকবিডি এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে। এই শোতে টিম বাইকবিডি তাদের স্টল নিয়ে বাইকারদের জন্য উপস্থিত থাকবে। আপনার জানেন যে ঢাকা বাইক শোতে আমরা অনেক গুলো সারপ্রাইজ নিয়ে এসেছিলাম। 

ঠিক তেমন ই “বগুড়া বাইক এবং মোটর শো ২০২২” এ আপনাদের জন্য থাকছে সারপ্রাইজ। থাকবে কুইজ, র‍্যাফেল ড্র, টি-শার্ট, স্টিকার সহ নানা আয়োজন। আর আমরা এই ইভেন্টটি আমাদের ওয়েব সাইট, ফেসবুক ফ্যান পেজ, সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন কভার করব। 

আশা করছি সবার সাথে “বগুড়া বাইক ও মোটর শো ২০২২” এ দেখা হচ্ছে। আপনার সকলে আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে।

Published by Arif Raihan Opu