Shares 2

বরিশালে বখাটের মোটরসাইকেল জ্বালিয়ে দিলো জনগন!

Last updated on 08-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo

স্কুল ও কলেজের ছাত্রীদের অব্যাহত উত্যক্তের ঘটনায় উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়রা এক বখাটেকে ধাওয়া করে বখাটের মোটরসাইকেল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

বরিশালে বখাটের মোটরসাইকেল জ্বালিয়ে দিলো জনগন!

বখাটের মোটরসাইকেল  স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলু জানান, মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজের ছাত্রীদের দীর্ঘদিন থেকে উত্যক্ত ও হয়রানী করে আসছিলো বখাটে সজিব চোকদার। বিষয়টি দুই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক ছাত্রীরা তাকেসহ স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে বিচার দেয়ার পর প্রাথমিকভাবে বখাটে সজিবকে স্কুল ও কলেজের সামনে যেতে নিষেধ করা হয়। শিক্ষকদের নিষেধ উপেক্ষা করে সকাল দশটায় বখাটে সজিব স্কুলের সামনে গিয়ে ছাত্রীদের উত্যক্তের সময় স্কুলের ছাত্র ও স্থানীয়রা বখাটে সজিবকে ধাওয়া করে। এসময় বখাটে সজিব তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়রা বখাটের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

সংবাদ সূত্রঃ দৈনিক জনকন্ঠ

Published by Md Kamruzzaman Shuvo