Shares 2

পাকেলো ইঞ্জিন ওয়েল বাংলাদেশ - ৯ম ঢাকা বাইক শো ২০২৫

Last updated on 10-May-2025 , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে অনেক গুলো জনপ্রিয় ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড রয়েছে। এই ইঞ্জিন ওয়েল ব্র্যান্ডের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে পাকেলো ইঞ্জিন ওয়েল। এবারের ৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ পাকেলো ইঞ্জিন অংশ গ্রহণ করেছিল। 

পাকেলো ইঞ্জিন ওয়েল বাংলাদেশ

pakelo-engine-oil-bangladesh-bike-show-2025

পাকেলো মুল একটি ইতালিয়ান ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। পাকেলো মোটরসাইকেল, রেসিং কার, হেভি মেশিন, হেভি ভেহিকল এর জন্য ইঞ্জিন ওয়েল তৈরি করে থাকে। এছাড়া পাকেলো মটোজিপি সহ, র‍্যালি কার, ডাকার, এডভেঞ্চার স্পোর্টস এও অংশ গ্রহণ করে থাকে। 

Also Read: Engine Oil Price In Bangladesh

এবারের বাইক শো এ পাকেলো তাদের স্টল এ দর্শনার্থী এবং আমন্ত্রিত অথিতিদের জন্য অনেক আয়োজন রেখেছিল। সেই সাথে শো থেকে যদি কেউ ইঞ্জিন ওয়েল ক্রয় করে তবে তাদের জন্য বিশেষ ছাড় ছিল। এর সাথে যারা ইঞ্জিন ওয়েল ক্রয় করেছেন তাদের জন্য ছিল আকর্ষণীয় গিফট। 

Pakelo ইঞ্জিন অয়েল এর কিছু বৈশিষ্ট্য:

  • উচ্চ মানের সিন্থেটিক ফর্মুলেশন
  • উন্নত অ্যাডিটিভ প্রযুক্তি
  • উচ্চ তাপমাত্রা সহ্যক্ষমতা

pakelo-engine-oil-price

Pakelo প্রোডাক্ট লাইন:

  • Pakelo Krypton Racing
  • Pakelo Lubricants Krypton XT
  • Pakelo Coolant ও Gear Oils

Also Read: Pakelo Engine Oil Price In Bangladesh

বাংলাদেশে এই অয়েল অনেকটাই প্রিমিয়াম সেগমেন্টে পড়ে এবং সাধারণত বাইকার, গাড়ি প্রেমিক এবং রেসিং কমিউনিটিতে এর নাম শোনা যায়। দাম কিছুটা বেশি হলেও যারা দীর্ঘস্থায়ী ইঞ্জিন হেলথ ও টপ পারফরম্যান্স চান, তাদের জন্য ভালো অপশন হতে পারে।

Published by Arif Raihan Opu