Shares 2
নারুটো সিরিজের গ্রাফিক্স নিয়ে বাংলাদেশ লঞ্চ হতে যাচ্ছে বিলমোলা হেলমেট - গিয়ারএক্স বাংলাদেশ
Last updated on 25-Sep-2025 , By Arif Raihan Opu
একটা সময় ছিল যখন বাংলাদেশের মোটরসাইকেল রাইডাররা নিজেদের সেফটির কথা সেভাবে চিন্তা করতেন না। এমনকি হেলমেটও পরিধান করতে না। তবে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন এসেছে। এখন বাইকররা তাদের জীবন মানের সাথে হেলমেটও যুক্ত করেছেন। এখন হেলমেট শুধু নিরাপত্তার জন্য ব্যবহার করে থাকেন এমন নয়, এখন হেলমেট স্টাইলের সাথেও যুক্ত হয়েছে।

নারুটো গ্রাফিক্সে আসতে যাচ্ছে নতুন বিলমোলা হেলমেট
বাংলাদেশের বড় এবং জনপ্রিয় মোটরসাইকেল এক্সেসরিজ শপ ও ব্র্যান্ড হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। তারা বাংলাদেশে বিলমোলা, কেওয়াইটি, আইকন, সহ অনেক গুলো ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।
বিলমোলা বাংলাদেশের জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড। মুলত বিলমোলা হচ্ছে একটি থাইল্যান্ড অরিজিন ব্র্যান্ড। যারা বাইকারদের জন্য উন্নত মানের হেলমেট তৈরি করে থাকে। বিশ্বের প্রায় সব দেশেই বিলমোলা ব্র্যান্ডের হেলমেট অনেক জনপ্রিয়।


সম্প্রতি গিয়ারএক্স বাংলাদেশ বিলমোলা হেলমেট এর নতুন গ্রাফিক্স ডিজাইন লঞ্চ করতে যাচ্ছে। এবারের নতুন নতুন স্টাইলিশ গ্রাফিক্স হচ্ছে জনপ্রিয় এনিমে সিরিজ নারুটো থেকে নেয়া হয়েছে। জাপানীজ এই সিরিজটি এনিমে ফ্যানদের কাছে অনেক জনপ্রিয়।

জনপ্রিয় এই সিরিজের কয়েকটি চরিত্র অনেক বেশি জনপ্রিয় হবার কারনে সেই সব চরিত্রের গ্রাফিক্স দিয়ে হেলমেট গুলো লঞ্চ করা হচ্ছে। নারুটো, কাকাসি, সাসুকে, আকাতুসুকি সহ জনপ্রিয় চরিত্র গুলোকে গ্রাফিক্সের মাধ্যমে তুলে এনেছে।

তবে হেলমেট গুলো দাম এখনও ঘোষণা করা হয়নি। আমরা জানতে পেরেছি খুব দ্রুত হেলমেট গুলোর দাম এবং বিস্তারিত ঘোষণা করা হবে। সেই সাথে প্রি-বুকিংও শুরু হবে।
বিস্তারিত জানতে গিয়ারএক্স বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ অথবা শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu