Shares 2
তেতুলিয়া-তামাবিল-টেকনাফ একটানা ১৪৯৫ কিলোমিটার বাইক রাইড
Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu
তেতুলিয়া-তামাবিল-টেকনাফ একটানা ১৪৯৫ কিলোমিটার বাইক রাইড
৭ জনের মধ্যে ৪ জন বাইকার ১৮ তারিখ সকালে তেতুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হই এবং বাকি ৩ জন ১৮ তারিখ বিকেলে তেতুলিয়ার উদ্দেশ্যে রওয়না হয়। সবাই সহিসালা মতে তেতুলিয়া পৌছাই আলহামদুলিল্লাহ।

যাত্রা পথে আমরা পর্যাপ্ত যাত্রা বিরতি দেই যাতে করে প্রত্যেকেই সুস্থ ভাবে আমরা বাইক চালিয়ে আমাদের গন্তব্যে পৌছাতে পারি। এর মাঝে আমাদের টিমের একটা বাইকে কয়েকবার ত্রুটি দেখা দেয় যার কারণে আমাদের তেতুলিয়া থেকে তামাবিল পৌছাতে ২০ তারিখ সন্ধ্যা ৬ঃ৩০ বেজে যায়।


এতোটা পথ পারি দিতে আমাদের সবার প্রচুর কষ্ট হয়েছে কিন্তু গন্তব্যে পৌছানোর পরে সবার মদ্ধে যে আনন্দ দেখতে পেয়েছি তা কোটি টাকা দিয়ে কেনা সম্ভবনা। সব ক্লান্তি এক নিমেষে শেষ হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। কোথাও কোন ভুল বলে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


Lifan KPR165R NBF2 Test Ride Review By Team BikeBD!
লিখেছেনঃ তৌহীদ আলম তানভীর
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

T
Published by Arif Raihan Opu