noadd
noadd

Shares 2

উইজার্ড শোবিজ আয়োজন করতে যাচ্ছে তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫

Last updated on 22-Jan-2025 , By Raihan Opu Bangla

বছরের অন্যতম বড় ইভেন্ট হচ্ছে ঢাকা মোটর ফেস্ট। প্রতি বছরের মত এবার উইজার্ড শোবিজ আয়োজন করতে যাচ্ছে ঢাকা মোটর ফেস্ট ২০২৫। আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টার (আইসিসিবি) এ আগামী ২৩, ২৪, এবং ২৫, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মোটর ফেস্ট। 

তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫

তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫

এবারের মোটর ফেস্ট আগের বারের চেয়েও বেশ বড় আকারে করা হচ্ছে। বাইকার্স এবং গাড়ি প্রেমীদের এক মিলন মেলা হবে এই তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫। তাছাড়া দর্শক এবং যারা এই ফেস্ট দেখতে আসবে তাদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ।

এছাড়া মোটরসাইকেল এবং গাড়ি ছাড়া এক্সেসরিজ ও লুব্রিক্যান্ট কোম্পানিও এই ফেস্টে অংশ গ্রহণ করতে যাচ্ছে। তবে এখন সব কিছু বলে দেয়া সম্ভব নয়। আমরা আশা করছি বাইকার্স সহ সবাই এই ফেস্ট অনেক উপভোগ করবে।

Also Read: Bike Price In Bangladesh

এর সাথে সাথে থাকছে টেস্ট রাইড, এবং এক্সাইটিং সব গেমস।

টিম বাইকবিডি এই ফেস্টে অন লাইন মিডিয়া পার্টনার হিসেবে তিন দিন থাকবে। আশা করছি সবার সাথে দেখা হবে। বাইকবিডি স্যোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিন দিন এই ইভেন্টের বিস্তারিত তুলে ধরবে।

আশা করছি সবার সাথে দেখা হবে। তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫ এ সবার আমন্ত্রণ রইল। আমরা থাকছি তিন দিন। দেখা হচ্ছে সবার সাথে। ধন্যবাদ। 

 

Published by Raihan Opu Bangla