Shares 2

ঢাকা উদ্বোধন করা হলো জিপিএক্স এর নতুন সার্ভিস সেন্টার

Last updated on 30-Jul-2024 , By Arif Raihan Opu

GPX বাংলাদেশের অন্যতম একটি মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি তারা ঢাকায় তাদের নতুন একটি জিপিএক্স সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। নতুন এই সার্ভিস সেন্টারটি অনেক বেশি বড় এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ।

নতুন এই সার্ভিস সেন্টারটি উদ্বোধন করা হয়েছে ৭ ভিআইপি রোড, এসকেএস টাওয়ারের পেছন, মহাখালী-১২০৬, BAT গেট এর পাশে। জিপিএক্স এর মুল লক্ষ্যে হচ্ছে তাদের কাস্টোমারদের কোয়ালিটি সার্ভিস প্রদান করা। 

জিপিএক্স মুলত এর স্পোর্টস মোটরসাইকেলের জন্য বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের কাছে জনপ্রিয় হয়েছে। তাদের স্পোর্টস মোটরসাইকেল এর পারফর্মেন্স, স্টাইল, ডিজাইন, লুকস সবকিছু মিলিয়ে বাইকারদের মন জয় করতে সক্ষম হয়েছে। 

নতুন এই সার্ভিস সেন্টারটিতে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া আধুনিক এবং দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান রয়েছে যারা আপনার বাইকটি খুব সুন্দর ও পরিপূর্ণ ভাবে সার্ভিস করে দিতে সক্ষম।

Also Read: ৪ লক্ষ টাকার মধ্যে জিপিএক্স বাইক এর দাম | বাইকবিডি September 2023

এছাড়া এই সার্ভিস সেন্টার থেকে জিপিএক্স কাস্টোমাররা তাদের পার্টস খুব সহজেই পেয়ে যাবেন। এর আগে পার্টস পাওয়া কিছুটা সমস্যা হলেও এখন সেই সমস্যা দূর হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। 

অপরদিকে উদ্বোধনী অনুষ্ঠানে জিপিএক্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, “বর্তমানে তারা কাস্টোমারদের কে কোয়ালিটি ফুল সার্ভিসদের পক্ষ কাজ করে যাচ্ছে। যাতে করে তারা কাস্টোমারদের সকল ধরনে সমস্যার সমাধান করতে সক্ষম হন। এছাড়া পার্টস, সার্ভিস এবং মেইনটেনেন্স নিয়ে যেন কোন ধরনের সমস্যা কাস্টোমারদের পরতে না হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন”।

আশা করা যাচ্ছে নতুন এই সার্ভিস সেন্টারটি কাস্টোমারদের সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আর কাস্টোমারদের বাইক সার্ভিস নিয়েও সেভাবে চিন্তা করতে হবে না। আপনি যদি জিপিএক্স এর মোটরসাইকেল ক্রয় করতে আগ্রহী তবে জিপিএক্স এর শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Published by Arif Raihan Opu