Shares 2

টিভিএস অটো বাংলাদেশ আয়োজন করেছে টিভিএস মেগা কেয়ার ক্যাম্প

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

টিভিএস বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের অফার ও সার্ভিস নিয়ে হাজির হয়ে থাকে। এবার টিভিএস বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে, টিভিএস মেগা কেয়ার ক্যাম্প!

এই ক্যাম্পে থাকছে সরাসরি টিভিএস কোম্পানির নিজস্ব ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আপনার টিভিএস মোটরসাইকেলের ফ্রি সার্ভিসিং করার সুবর্ণ সুযোগ।

এছাড়া থাকছে সকল স্পেয়ার পার্টসের উপর ১০% মূল্যছাড়, তাৎক্ষণিক ওয়ারেন্টির সমাধান ও বাইক এক্সচেঞ্জ এর সুবিধা। আরও থাকছে টিভিএস-এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও টেস্ট রাইড এর সুযোগ!

আগামী ২৯-৩০ অগাস্ট ২০২৩ এ আপনার টিভিএস ব্রান্ডের মোটরসাইকেল সার্ভিস করাতে সরাসরি চলে আসুন ফুলবাগান হেলিপ‍্যাড মাঠ, উপজেলার উত্তরপার্শ্বে, নাটোর সদর, নাটোরে। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01724-054118।

আমরা আশা করছি টিভিএস অটো বাংলাদেশ তাদের এই মেগা কেয়ার ক্যাম্প বা সার্ভিস ক্যাম্প বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলাতেও আয়োজন করবে। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu