Shares 2

বাইক নিয়ে যাত্রাপথে ঝড়ের কবলে পড়লে যা করবেন

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

প্রয়োজনের তাগিদে এই সময়টাতে বাইক নিয়ে অনেকেই কাজে বের হচ্ছেন , আর এখন ঝড়ের কবলে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমাদের সব বাইকারের এটা জানা উচিৎ ঝড়ের কবলে পড়লে আসলে করনীয় কি। আজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।


বাইক নিয়ে যাত্রাপথে ঝড়ের কবলে পড়লে যা করবেন


ঝড় কিন্তু হুট করে আসে না , আর বড় কোন ঝড় আসার আগে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেটার ব্যাপারে সবাইকে সাবধান করে দেয়া হয়। তবুও অনেক সময় সব জানার পরও রাস্তায় এই সমস্যার মধ্যে আমাদের পরতে হয়, সেজন্য

১- বাইক নিয়ে দূরে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।

২- ঝড়-তুফানের আশঙ্কা রয়েছে- এমন সময় অকারণে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

৩- ঝড় শুরু হওয়ার আগে তার কিছু আভাস দেখা যায়,এমটা হলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করুন।


৪- ঝড়ের মধ্যে অনেকেই আছেন যারা বাইক টান দিয়ে যেতে চান, এই ভুল কখনোই করবেন না। আপনি যেখানে আছেন যত দ্রুত সম্ভব দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।



৫- আপনি যদি এমন কোথাও বিপদে পরেন যেখানে মাথার উপর কোন ছাদ পাচ্ছেন না, এমন জায়গায় আটকা পরলে ফাকা স্থানে দাড়ানোর চেষ্টা করুন। অনেকেই একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে গাছের নিচে যান, কিন্তু ঝড়ের সময় গাছের নিচ নিরাপদ না।


৬- আপনি যদি কোন ব্রিজ অথবা ফ্লাইওভারের উপরে ঝড়ের কবলে পড়েন তাহলে ফ্লাইওভারের রেলিং এর পাশে অবস্থান করার চেষ্টা করুন। কারণ বাতাসের গতিবেগ যদি বেশি থাকে তাহলে আপনি আকড়ে ধরার জন্য একটা সাপোর্ট পাবেন। আর বাইকের সিগনাল লাইট অবশ্যই জ্বালিয়ে রাখুন।


৭- যাদের বাইকে ডাবল স্টান্ড আছে তারা ঝড়ের মধ্যে বাইক ডাবল স্টান্ডে রাখার চেষ্টা করুন। এতে করে বাতাসের গতি বেশি থাকলেও বাইকটা শক্তভাবে ওই স্থানে থাকার সম্ভাবনা থাকে।

বাইক নিয়ে যাত্রাপথে ঝড়ের কবলে পড়লে যা করবেন


৮- সম্ভব হলে প্রতি মুহূর্তে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনার চেষ্টা করুন।


৯- বিপদের আশঙ্কা দেখা দিলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন।


১০- আমাদের মধ্যে একটা সমস্যা আছে , সেটা হচ্ছে আমরা সহজে কোন কিছুকে পাত্তা দেই না। ‘কিছু হবে না’ বলে অবহেলা করবেন না।


১১- যাত্রার মাঝ পথে ঝড়ের কবলে পড়লে যাত্রা সংক্ষেপ করুন।


১২- যদি বেশি বিপদে পড়ে যান সেক্ষেত্রে ৯৯৯-এ ফোন করে জরুরি সেবা নিতে পারেন।


১৩- ঝড় শুরু হওয়া মাত্রই বাইকের হেডলাইট অন করে দিন। বাইক খুব ছোট একটা বাহন তাই দূর থেকে যাতে আপনাকে চোখে পরে সেই দিকটাই খেয়াল রাখুন।


১৪- আপনার বাইকের সামনে যদি কোন ট্রাক থাকে তাহলে সেটার দিকে খেয়াল রাখুন এবং নিরাপদ দূরত্বে থাকুন। ঝড়ের সময় বাতাসের গতিবেগ অনেক বেশি থাকে আর ট্রাকের উপরে যদি এমন কিছু থাকে যেটা বাতাসে পরে যাওয়ার মতোন , সেটা থেকে নিরাপদ থাকুন।


১৫- ঝড়ের মধ্যে আমি বাইক চালানো সমর্থন করি না, তবুও যদি কিছুটা জায়গা চালাতে হয় সেক্ষেত্রে বাইকের গতি কম রাখুন। বাইকের গতি কম থাকলে আপনি হুট করে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।

বাইক নিয়ে যাত্রাপথে ঝড়ের কবলে পড়লে যা করবেন


১৬- ঝড়ের সাথে বর্ষন থাকলে বাইক ব্রেক করার সময় সাবধান থাকুন , ইমারজেন্সি ব্রেক করতে হলে ইঞ্জিন ব্রেক করুন। 


পরিশেষে একটা কথা বলতে চাই, ঝড় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তাই এটা দেখতে কেউ বাইক নিয়ে বের হয়ে যাবেন না। একটা জিনিস সব সময় মনে রাখবেন জীবন কিন্তু একটাই, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন।

Published by Ashik Mahmud Bangla