Shares 2

"গ্রীণ মোটরস" উত্তরাতে ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুম

Last updated on 18-Nov-2023 , By Arif Raihan Opu

ইয়ামাহা মোটরস বাংলাদেশে ঢাকার উত্তরাতে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। গ্রীন মোটরস এর ব্যানারে নতুন এই শোরুম উদ্বোধন করা হয়েছে। গত ২৪ মার্চ ২০২২ তারিখে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শোরুম উদ্বোধন করা হয়। 

শোরুম উদ্বোধন

গ্রীণ মোটরস" উত্তরাতে ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুম


বাংলাদেশের ইয়ামাহার সকল অথোরাইজড শোরুম হচ্ছে থ্রিএস সেন্টার।  থ্রিএস মানে হচ্ছে এখানে সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স এর সুবিধা রয়েছে।  নতুন এই শোরুমের ঠিকানা হচ্ছে “গ্রীন মোটরস” বাড়ি নাম্বার-১৪, রোড-৬বি, সেক্টর-১২।

নতুন এই শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান হয় উত্তরার “জমজম টাওয়ার” এ। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭:৩০ মিনিটে। ঢাকা এবং আসে পাশের থেকে অনেক বাইকার্স ও YRC ক্লাবের মেম্বাররা উপস্থিত ছিল। 

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস সহ এসিআই এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শোরুম উদ্বোধন

টিম বাইকবিডিও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় বাইকারদের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে। এরপর ছিল কেক কাটার আয়োজন এরপর সেখান বাইকাদের জন্য কনসার্ট ও ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। 

আমরা আশা করছি উত্তরা এবং তার আসে পাশের বাইকারদের জন্য নতুন শোরুমটি অনেক বেশি সহায়ক হবে তাদের বাইক সার্ভিস এবং ক্রয়ের ক্ষেত্রে। ধন্যবাদ। 

নতুন শোরুম ঠিকানা

Green Motors

House 14

Road No 6B

Sector – 12

Published by Arif Raihan Opu