Shares 2

গিয়ারএক্স ১০০% ক্র্যাশ রিপ্লেসমেন্ট অফার ২০২৫

Last updated on 05-Mar-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল এক্সেসরিজ ব্র্যান্ড এবং শপ হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। বাংলাদেশে এলপাইনস্টার, কেওয়াইটি, বিলমোলা, সৌমি, সহ নামীদামী ব্র্যান্ডের হেলমেট ও এক্সেসরিজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। এবার তারা তাদের কাস্টোমারদের জন্য এক চকমপ্রদ অফার নিয়ে হাজির হয়েছে।

গিয়ারএক্স ১০০% ক্র্যাশ রিপ্লেসমেন্ট অফার

gearx-crash-replacement-offer-2025

গিয়ারএক্স বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ওয়ারেন্টি কার্ড এবং সাথে বাংলাদেশে প্রথমবারের মত ১০০% ফ্রি ক্র্যাশ রিপ্লেসমেন্ট বেনিফিটসহ আরো অনেক সুবিধা! 

Also Read: GearX Helmet Price In Bangladesh

গিয়ারএক্স বাংলাদেশের ইম্পোর্টেড যেকোনো হেলমেট ক্রয় করলেই সাথে পাবেন একটি ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড রেজিস্টার করার সাথে সাথেই নিম্নলিখিত সুবিধা সাথে সাথে এক্টিভেট হয়ে যাবেঃ

১) ১০০% ফ্রি ক্র্যাশ রিপ্লেসমেন্ট -  বাংলাদেশে মোটরসাইকেলের দুর্ঘটনার হার অনেক বেশি এবং দুর্ঘটনার ফলে হেলমেট ক্ষতিগ্রস্ত হয় এবং ম্যাক্সিমাম রাইডাররা সেম হেলমেটটিই ইউজ করতে থাকেন যা অত্যন্ত ঝুকিপুর্ন কারণ হেলমেট একবার কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে নতুন হেলমেটের মত সেফটি প্রোভাইড করতে পারেনা।

তাই রাইডারদের সেফটির কথা চিন্তা করে গিয়ার এক্স বাংলাদেশে তাদের সকল কাস্টমারদের জন্য দিচ্ছে ক্রয়ের তারিখ থেকে ১ বছর পর্যন্ত ক্র্যাশ রিপ্লেসমেন্ট সুবিধা যার মাধ্যমে কোনো রাইডারের হেলমেট যদি দুর্ঘটনায় আউটার শেল বা ইপিএস ক্ষতিগ্রস্ত হয় যা হেলমেটের সেফটি কে কম্প্রোমাইজ করে তাহলে সেই রাইডার পাবেন একটি ব্র্যান্ড নিউ হেলমেট এবং এই ক্ষেত্রে রাইডারকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।   

Also Read: Helmet Price In Bangladesh

২) অফিশিয়াল ওয়ারেন্টি - ওয়ারেন্টি কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতি কাস্টমারের অফিশিয়াল ওয়ারেন্টি এ্যাক্টিভেট হয়ে যাবে। 

৩) ফ্রি হেলেমট ক্লিনিং - ওয়ারেন্টি কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিটি কাস্টমার গিয়ারএক্স বাংলাদেশের ফ্ল্যাগশিপ আউটলেটে পাবেন ফ্রি হেলমেট ক্লিনিং সুবিধা। 

৪) লাইফটাইম ফ্রি সার্ভিস - ওয়ারেন্টি কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিটি কাস্টমার পাবেন হেলমেটের ফ্রি সার্ভিস লাইফটাইম। 

৫) লাইফস্টাইল প্রিভিলেজ - এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে গিয়ারএক্স বাংলাদেশের কাস্টমাররা পাবেন বিভিন্য ব্র্যান্ড শপে ডিস্কাউন্ট এবং সুবিধা। 

৬) এ্যাপ এবং ওয়েবসাইট এক্সক্লুসিভ ডিল - ওয়ারেন্টি কার্ড হোল্ডাররা গিয়ারএক্স এর ওয়েবসাইট এবং এ্যাপ থেকে পাবেন স্পেশাল ডিস্কাউন্ট এবং ডিলস। 

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন গিয়ার এক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ভিজিট করুনঃ gearxbd.com

Published by Raihan Opu Bangla