Shares 2

গিয়ারএক্স লঞ্চ করল বিলমোলা হেলমেটের লিমিটেড এডিশন লির্বাটি ওয়াক এবং গানডাম সিরিজ

Last updated on 27-Sep-2025 , By Arif Raihan Opu

গিয়ারএক্স বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল সেফটি গিয়ার, এক্সেসরিজ ব্র্যান্ড এবং শপ। সম্প্রতি তারা নতুন কিছু লিমিটেড এডিশন হেলমেট লঞ্চ করেছে। এই হেলমেট গুলো হচ্ছে বিলমোলা ব্র্যান্ডের লিমিটেড এডিশন লিবার্টি ওয়াক এবং গানডাম সিরিজ হেলমেট। 

bilmola-helmet-launching-white-price

বিলমোলা হেলমেট বাংলাদেশ

বিলমোলা হচ্ছে থাইল্যান্ড অরিজিন একটি হেলমেট ব্র্যান্ড। তবে বিশ্ব জুড়ে বিলমোলা বেশ জনপ্রিয় একটি হেলমেট ব্র্যান্ড। এছাড়া মটোজিপিতেও রাইডাররা বিলমোলার হেলমেট ব্যবহার করে থাকে। 

বাংলাদেশে গিয়ারএক্স হচ্ছে বিলমোলা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। কিছু দিন আগে গিয়ারএক্স বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষনা দেয়া হয় তারা লিমিটেড এডিশন বিলমোলা হেলমেট লঞ্চ করবে। 

bilmola-new-helmet-red

গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাদের অফিশিয়াল পেজ থেকে লিমিটেড এডিশনের হেলমেট এর ছবি সহ বিস্তারিত পোস্ট করে লঞ্চিং এর ঘোষণা দেয়া হয়। 

Also Read: Helmet Price In Bangladesh

অক্টোবর ৩, ২০২৫ তারিখ পর্যন্ত এই লিমিটেড এডিশন হেলমেটটির প্রি-বুকিং নেয়া হবে। তবে প্রি-বুকিং এর ক্ষেত্রে অবশ্যই ৫০ শতাংশ আগে পরিশোধ করতে হবে। আগামী ২০ অক্টোবর ২০২৫ থেকে ডেলিভারি করা শুরু হবে বলে আশা করা যাচ্ছে। 

bilmola-new-series-price

বিস্তারিত জানতে গিয়ারএক্স এর অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করুন। এছাড়া সরাসরি মিরপুর ৬০ ফিট এ গিয়ারএক্স এর শোরুমে যোগাযোগ করতে পারেন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য এবং সাম্প্রতিক খবর জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu