Shares 2

গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে নতুন KYT TT Revo

Last updated on 31-Jul-2025 , By Arif Raihan Opu

বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল এক্সেসরিজ ব্র্যান্ড শপ হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। বাংলাদেশে তারা জনপ্রিয় ব্র্যান্ড কেওয়াইটি হেলমেট এবং বিলমোলা হেলমেট এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি তারা বাংলাদেশে কেওয়াইটি এর নতুন একটি মডেল নিয়ে আসতে যাচ্ছে। 

গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে নতুন KYT TT Revo

গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে নতুন KYT TT Revo

সাম্প্রতিক সময় হেলমেট শুধু মাত্রা সেফটি নয় একটি লাইফ স্টাইল হয়ে দাড়িয়েছে। তাই গিয়ারএক্স বাংলাদেশ কেওয়াইটি হেলমেট এর নতুন একটি মডেল বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে। নতুন এই মডেলটি হচ্ছে KYT TT Revo।

নতুন এই হেলমেটের অন্যতম ফিচার্স হচ্ছে এর এডিটি বা এডভান্সড থার্মোপ্লাস্টিক এর শেল। মুলত এই থার্মোপ্লাস্টিক পলিমার দুর্ঘটনাজনিত আঘাত থেকে মাথাকে রক্ষা করে থাকে।

Also Read: Helmet Price In Bangladesh

এছাড়া এর ভিতরের পলিস্টারিন লেয়ার এর আরগোনমিক্স কে আরও উন্নত করেছে। এতে করে দুর্ঘটনার সময় শক এবজরভ করে মাথাকে সুরক্ষা প্রদান করে থাকে। অপর দিকে এর বাইরে অংশ দুর্ঘটনার সময় বেশির ভাগ শক এবজরভ করে নেয়। তাই মাথা অনেক বেশি সুরক্ষিত থাকে।

kyt-tt-revo-helmet-bangladesh

হেলমেটের গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে এর ভাইজর, এতে দেয়া হয়েছে পলিকার্বনেটেড এন্টি স্ক্র্যাচ ভাইজর। এছাড়া ভাইজর খুলে ফেলার জন্য আলাদা কোন টুলস এর প্রয়োজন হবে না, এতে নতুন ভাবে ডিজাইন করা ডিট্যাচবল র‍্যাচেট দেয়া হয়েছে। সেই সাথে এতে সম্পূর্ন নতুন ধরনের লক সিস্টেম দেয়া হয়েছে, যাতে করে রাইডিং এর সময় আনকর্ম্ফটেবল অনুভব না হয়। 

তবে এতে আরও আধুনিক অনেক ফিচার্স রয়েছে যা আমরা অতি শীঘ্রই জানতে পারব। তাই বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu