Shares 2
গিয়ারএক্স বাংলাদেশ ICON Airform Lycan Black হেলমেট মডেলে দিচ্ছে ২০% ছাড়!
Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu
বর্তমানে মোটরসাইকেল এক্সেসরিজ অনেক গুরুত্বপূর্ন। এখন বাইকারদের কাছে হেলমেট গ্লোভস, সহ অন্যান্য সেফটি গিয়ার্স অনেক গুরুত্ব বহন করে। বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যারা মোটরসাইকেল এক্সেসরিজ আমদানী করে থাকেন। গিয়ারএক্স বাংলাদেশ এই মোটরসাইকেল এক্সেসরিজ আমদানীর ক্ষেত্রে অনেক বড় একটি নাম।

গিয়ারএক্স বাংলাদেশ শুধু মাত্র আমদানী করে থাকে এমন নয়, তাদের নিজস্ব একটি ব্র্যান্ড রয়েছে গিয়ারএক্স নামে। বাংলাদেশে Bilmola, KYT, SUOMY, ZEUS, এবং ICON হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ।
হেলমেটের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ICON। এই ব্র্যান্ডটি ডিজাইন ও ডেভলমেন্ট করা হয়েছে সারসরি আমেরিকায়। তবে এই হেলমেট তৈরি করা হয়ে থাকে ভিয়েতনামে। তাই এতে লেখা থাকে মেইড ইন ভিয়েতনাম। এছাড়া এই ব্র্যান্ডটি পৃথিবীর অন্যতম ল্যাক্সারিয়াস হেলমেট ব্র্যান্ড।

এই হেলমেটে দেয়ায় হয়েছে এন্টিফগ ফ্রী ভাইজর শিল্ড এবং সেই সাথে আরও দেয়া হয়েছে রেড ড্রপ শিল্ড। যার কারণে রাইডার এর সেফটি নিশ্চিত হয়ে থাকে।
হেলমেটের প্যাডিং এ দেয়া হয়েছে হাইড্রা-ড্রাই ময়েসচারাইজার উইকিং লাইনার, যা মাথাকে ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা করে। এর সাথে হেলমেটের এয়ার ফ্লো বেশি হবার কারণে মাথা ঠান্ডা থাকে।

Also Read: গিয়ারএক্স বাইক নিউজ বাংলাদেশ
আইকনের এই হেলমেটটি ECE, DOT, এবং PSC সার্টিফাইড হবার সাথে সাথে হেলমেটের সাথে ওয়ারেন্টি এভেইলেবল। যাতে করে কোন সমস্যা হলে আপনি সহজেই হেলমেটের সার্ভিস পেতে পারেন।
যেহেতু গিয়ারএক্স বাংলাদেশ আইকন হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর তারা ICON Airform Lycan Black মডেলে দিচ্ছে ২০% ছাড়।
আমরা আশা করছি যে, গিয়ারএক্স তাদের অন্যান্য হেলমেট ও সেফটি গিয়ার্স এ আরও ডিস্কাউন্ট ও ছাড় নিয়ে হাজির হবে। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu