Shares 2
কেন সুজুকি জিক্সার মনোটোন বাংলাদেশে ২ লাখ টাকার নিচে সেরা মোটরসাইকেল
Last updated on 06-Jun-2023 , By Raihan Opu Bangla
Suzuki Gixxer Monotone সুজুকির একটি জনপ্রিয় মোটরসাইকেল মডেল যা বাংলাদেশে তরুণ থেকে শুরু করে বয়স্ক সবার অনেক নজর কেড়েছে। এই বাইকটি তরুণ বাইকারদের মধ্যে অনেক বেশি প্রিয় হয়ে উঠেছে এবং অনেক বাইকারের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
এটি এমন একটি বাইক যার অনেক গুলো ফিচার্স এবং স্পেসিফিকেশন রয়েছে, যা বাইকটিকে বাংলাদেশে ২ লাখ টাকার নিচে সেরা মোটরসাইকেলের জায়গা দখল করে নিয়েছে। আজকের আলোচনাতে আমরা দেখব যে, কেন সুজুকি জিক্সার বাংলাদেশে ২ লাখ টাকার নিচে সেরা মোটরসাইকেল।
প্রথমত, সুজুকি জিক্সার বাইকটির ডিজাইন ও লুকস নিয়ে কথা বলতে হয়। বাইকটি নেকেড স্পোর্টস সেগমেন্টে ডিজাইন করা হয়েছে, যা দেখতে নান্দনিক এবং সেই সাথে আনন্দদায়ক।
বাইকটির স্মুথ, কালারফুল এবং স্পোর্টি ডিজাইন রয়েছে যা বাইকটিকে এর প্রতিযোগী অন্যান্য বাইক থেকে আলাদা করে তুলেছে। সুজুকি জিক্সারের ডিজাইনে বাইকটিকে ওজনে হালকা করা হয়েছে, যা ট্র্যাফিকের মধ্যেও খুব সহজে চলাচল করে থাকে।
বর্তমানে বাইকটি বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে, যার ফলে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী, নিজের জন্য সবচেয়ে উপযুক্ত বাইকটি বেছে নিতে পারবেন।
সুজুকি জিক্সার মনোটোন বাংলাদেশে ২ লাখের নিচে সেরা মোটরসাইকেল হওয়ার আরেকটি কারণ হল এর পারফরম্যান্স। বর্তমানে বাইকটিতে দেয়া হয়েছে শক্তিশালী ১৫৫সিসি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৮০০০ rpm এ ১৪.৬ BHP এর সর্বোচ্চ শক্তি এবং ৬০০০ rpm এ ১৪ Nm এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে থাকে।
টপ স্পিডের ক্ষেত্রে বাইকটি ১১৫ কিমি/ঘন্টা সর্বোচ্চ গতি অর্জন করতে সক্ষম। জিক্সার শহর অথবা হাইওয়ে উভয় ক্ষেত্রেই খুব স্মুথ ভাবে গতি তুলতে সক্ষম।
Suzuki Gixxer দেয়া হয়েছে কার্বুরেটর ইঞ্জিন, যদিও বর্তমানে এফআই ইঞ্জিনের মোটরসাইকেল বেশি দেখা যাচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে তেলের দাম বেশি হওয়াতে কার্বুরেটর ইঞ্জিনের মাইলেজ কিছু ক্ষেত্রে বেশি পাওয়া যায়।
জিক্সারের রয়েছে ১২ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। বাইকটি লিটারে প্রায় ৪২-৪৫ কিলোমিটার মাইলেজ প্রদান করে থাকে। অনেকে মাইলজে নিয়ে চিন্তিত থাকেন, তবে এই সেগমেন্টে এই বাইকটি বেশ ভালো মাইলেজ প্রদান করে থাকে বলে আমরা ধারণা করছি।
তবে আমরা এও আশা করছি বাইকটিকে সঠিক ভাবে মেইনটেনেন্স করা হলে, হয়ত আরও বেশি মাইলেজ প্রদান করতে সক্ষম হবে।
এবার আমরা কথা বলব সুজুকির ব্রেকিং ফিচার্স নিয়ে যা Suzuki Gixxer Monotone কে বাংলাদেশে ২ লাখের নিচে সেরা মোটরসাইকেল করে তুলেছে। এই বাইকটির সামনের দিকে একটি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম দেয়া হয়েছে। যার কারণে বাইকটি দ্রুত এবং নিরাপদে সম্পূর্ণ স্টপ করা সম্ভব হয়।
যদিও পেছনে বর্তমানে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়ে থাকে। তবে ব্রেকিং পারফর্মেন্সে এই সেগমেন্টে বাইকটি অসাধারণ পারফর্ম করেছে।
বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে দেয়া হয়েছে মনো-শক সাসপেনশন রয়েছে, যা রুক্ষ ও বালি পাথর যুক্ত রাস্তায়ও একটি আরামদায়ক রাইড প্রদান করে থাকে।
এছাড়াও, Suzuki Gixxer-এ আধুনিক সব ফিচার্স যুক্ত করা হয়েছে। Gixxer Monotone-বর্তমানে পাঁচটি ভিন্ন রঙের ভেরিয়েন্ট রয়েছে ব্রিলিয়ান্ট সিলভার, ম্যাজেস্টিক ইয়েলো, ক্লাসিক ম্যাট ব্ল্যাক, ক্লাসিক ম্যাট ব্লু এবং ক্লাসিক ম্যাট রেড।
ফিচার্স এর মধ্যে বাইকটিতে একটি হ্যালোজেন হেডলাইট এবং টেললাইট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেয়া হয়েছ। স্পিডোমিটারে গিয়ার শিফ্ট ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ সব কিছু শো করে থাকে।
অবশেষে, Suzuki Gixxer Monotone হল একটি সাশ্রয়ী মূল্যের বাইক। যাদের বাজেট কম অথবা ২ লাখের নিচে তাদের জন্য এই বাইকটি হতে পারে অসাধারণ একটি বাইক। বাংলাদেশে অনেকে ২ লাখ টাকার নিচে বাইক খুজে থাকেন, তাই এই বাইকটি সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
তাছাড়া বাইকটির মেইনটেনেন্স করা সহজ। অপর দিকে এর স্পেয়ার পার্টসও খুব সহজেই পাওয়া যায়, তাই এটি নিশ্চিত করে যে কাস্টোমারদের রিপেয়ার, মেইনটেনেন্স করতে সেভাবে সমস্যা হবে না।
উপসংহারে বলা যায়, সুজুকি জিক্সার মনোটোন বাংলাদেশে ২ লাখের নিচে সেরা মোটরসাইকেল কারণ এর ডিজাইন, লুকস, ফিচার্স, এবং পারফর্মেন্স একে এই সেগমেন্টে সেরা করে তুলেছে। এই বাইকটি এমন একটি বাইক যা শহর এবং হাইওয়ে উভয়ের জন্যই উপযুক্ত। আপনি যদি একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বাইক খুঁজছেন, সুজুকি জিক্সার অবশ্যই বিবেচনা করার মতো। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla