Shares 2
কাওয়াসাকি ক্রেডিট কার্ড ছাড়া ০% ইএমআই সুবিধা
Last updated on 17-Aug-2025 , By Arif Raihan Opu
পৃথিবী জুড়ে বিখ্যাত সব মোটসাইকেল ব্র্যান্ড গুলোর ভেতর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে কাওয়াসাকি মোটরসাইকেল। কাওয়াসাকি বাংলাদেশেও জনপ্রিয় ব্র্যান্ড। বাংলাদেশের কাস্টোমারদের জন্য কাওয়াসাকি নিয়ে এসেছে কিস্তি সুবিধা।
কাওয়াসাকি ক্রেডিট কার্ড ছাড়া ০% ইএমআই সুবিধা

কাওয়াসাকি তাদের প্রিমিয়াম ও উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেল হচ্ছে কাওয়াসাকি নিনজা এইচ২আর। এছাড়া নিনজা মডেলের অনেক গুলো মোটরসাইকেল পৃথিবী জুড়ে জনপ্রিয়।
বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এশিয়ান মোটরবাইকস লিমিটেড। বাংলাদেশে কাওয়াসাকির অনেক গুলো জনপ্রিয় মডেলের মোটরসাইকেল রয়েছে। যাদের মধ্যে অন্যতম মোটরসাইকেল হচ্ছে Kawasaki KLX 150BF।

এশিয়ান মোটরবাইকস লিমিটেড কাওয়াসাকি প্রেমীদের জন্য নিয়ে এসেছে কিস্তি সুবিধার সুবর্ণ এক সুযোগ। এখন কাওয়াসাকি মোটরসাইকেল আপনি ইএমআই সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। আরে এতে করে কোন ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
এছাড়া ডি-ট্রেকার ও কেএলএক্স মোটরসাইকেলে দেয়া হচ্ছে ০% - ১% পর্যন্ত ইএমই সুবিধা।

- ০% ইএমআই – কাওয়াসাকি ডি-ট্রেকার এসই ১৫০
- ১% ইএমই – কাওয়াসাকি কেএলএক্স এক্সট্রিম ১৫০
- কোন ধরনের ক্রেডিট কার্ড এর প্রয়োজন নেই
আপনি যদি কাওয়াসাকির এই অফারটি গ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তবে আপনার কাছাকাছি কাওয়াসাকি অথোরাইজড মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া মোটরসাইকেলের সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের ব্র্যান্ড, দামসহ, রাইডিং টিপস ও বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu