Shares 2
ওয়েদার ১৫% ঈদ সেলিব্রেশন ডিস্কাউন্ট অফার
Last updated on 29-Jul-2024 , By Arif Raihan Opu
ওয়েদার বাংলাদেশের মোটসাইকেল রাইডিং গিয়ার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। বাংলাদেশের প্রথম রাইডিং গিয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে ওয়েদার। ঈদ উপলক্ষ্যে ওয়েদার তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ১৫% ডিস্কাউন্ট অফার।
বাংলাদেশে রাইডিং গিয়ার প্রস্তুতকারক কোম্পানি বা ব্র্যান্ড সেভাবে নেই। ওয়েদার প্রথম বাংলাদেশী ব্র্যান্ড এবং কোম্পানি যারা বাংলাদেশেই মোটরসাইকেল রাইডিং গিয়ার তৈরি করে থাকে। এছাড়া তারা “মেইড ইন বাংলাদেশ বা বাংলাদেশের তৈরি” ট্যাগ লাইনটি ব্যবহার করে থাকে।

শুধু মাত্র যে ১৫% ডিস্কাউন্ট দেয়া হচ্ছে এমন নয়। এর সাথে আর উপহার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে ওয়েদার। ওয়েদারের অফিশিয়াল ওয়েব সাইট থেকে ক্রয় করলেই আপনি পেয়ে যাবেন ১৫% ডিস্কাউন্ট।
এছাড়া ওয়েদার তাদের ফেসবুক ফ্যান পেজে একটি প্রতিযোগীতা শুরু করেছে। সেখানে বিজয়ীদের জন্য দেয়া হচ্ছে আকর্ষণীয় উপহার।

ওয়েদারের ফেসবুক পেজের প্রতিযোগীতায় যারা অংশগ্রহণ করবেন তাদের ভেতর থেকে ৩জন কে বিজয়ী ঘোষণা করা হবে। এই তিন জন পাবেন ওয়েদারের পক্ষ থেকে আকর্ষণীয় উইন্ডব্রেকার, হেলমেট ইনার ক্যাপ এবং ওয়েদারের স্পেশাল টিশার্ট।
শুধু যে উপহার পাবেন এমন নয়। যারা বিজয়ী হবে তারা যদি ওয়েদারের ওয়েবসাইট থেকে রাইডিং গিয়ার ক্রয় করেন, তবে তাদের জন্য থাকছে অতিরিক্ত ৫% ডিস্কাউন্ট। এতে করে ওয়েদার থেকে কোন কিছু ক্রয় করলে তারা পাবেন মোট ২০% ডিস্কাউন্ট।

প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে –
- ফেসবুকে দেয়া ওয়েদারের পোস্টটি নিজের প্রোফাইল বা টাইমলাইন থেকে শেয়ার করতে হবে
- ওয়েদার বাইক রাইডিং গিয়ার্স ফ্যান ক্লাবে মানুষকে জয়েন করার ইনভাইটেশন পাঠাতে হবে
- পোস্টের নিচে বাইকার বন্ধুদের মেনশন দিতে হবে
ওয়েদারের এই ঈদ অফার চলবে ৯ জুন থেকে ২০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। তাই আপনার পছন্দের রাইডিং গিয়ার ক্রয় করার জন্য এখনই ওয়েদারের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu