Shares 2
এসিআই মোটরস এর “রেভ অন দ্যা গো” সার্ভিস ক্যাম্পেইন ঈদে ঘরমুখো সকল ব্র্যান্ডের বাইকারদের জন্য
Last updated on 25-Mar-2025 , By Badhan Roy
বছর ঘুরে আবার ও আসছে বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদের ছুটিতে প্রতিটি মানুষ নাড়ির টানে বাড়িতে ফিরবে, এবং বলা বাহুল্য বিশাল সংখ্যক মানুষ বাইকে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবেন। আর বাইকারদের ঈদযাত্রা আরো সহজ করতে এসিআই মোটরস এর এবারের আয়োজন “রেভ অন দ্যা গো” সার্ভিস ক্যাম্পেইন ঈদে ঘরমুখো সকল ব্র্যান্ডের বাইকারদের জন্য।
Rev On The Go Service Campaign
এসিআই মোটরস এর “রেভ অন দ্যা গো” সার্ভিস ক্যাম্পেইন ঈদে ঘরমুখো সকল ব্র্যান্ডের বাইকারদের জন্য
বাইকারদের ঈদযাত্রা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে প্রতিবারের মতো এবারও Yamaha Motorcycles Bangladesh - ACI Motors Ltd. নিয়ে এসেছে Rev on the Go Service Campaign. ২৬, ২৭ এবং ২৮ মার্চ দেশের সাতটি গুরুত্বপূর্ণ হাইওয়ের কুমিল্লা, মানিকগঞ্জ, নরসিংদী, মাওনা, মাদারীপুর, ফরিদপুর এবং সিরাজগঞ্জ পয়েন্টে সার্ভিসিং বুথ নিয়ে ইয়ামাহাসহ অন্যান্য সকল ব্র্যান্ডের বাইকারদের সার্ভিসিং সহ যেকোন সহযোগিতার জন্য থাকছে ইয়ামাহা সার্ভিস ক্যাম্প।

সার্ভিস ক্যাম্পে থাকছে -
- ইঞ্জিন অয়েল পরিবর্তন, ড্রাইভ চেইন অ্যাডজাস্টমেন্ট, RPM চেক, ফুল ব্রেক অপারেশন চেক, কুলেন্ট লেভেল চেক, থ্রটল অপারেশন চেক, টায়ার প্রেশার চেক, ইলেকট্রিক্যাল অপারেশন চেক।
- জেনুইন স্পেয়ার পার্টস এবং ইয়ামালুব এর উপর থাকছে ১০% ক্যাশব্যাক।
- জিরো সার্ভিস চার্জ।
যেকোনো ব্র্যান্ডের ও যে কোন সিসির মোটরসাইকেল ইউজারের জন্য এই সুবিধাগুলো প্রযোজ্য হবে কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই। সাধারণ বাইকারদের জন্য এসিআই মোটরস লি. এর এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। প্রত্যেকের ঈদের যাত্রা হোক নিরাপদ এবং নিশ্চিন্ত।

বাইক ও বাইকিং বিষয়ক সকল তথ্য এবং আপডেট পেতে বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Badhan Roy