Shares 2

ইয়ামাহা রেভ বিফোর উইন্টার নভেম্বর ২০২৫ - সর্বোচ্চ ১১০০০ টাকার ক্যাশব্যাক

Last updated on 03-Nov-2025 , By Arif Raihan Opu

শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে। বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটেও তার প্রভাব পরেছে। মুলত সকল ঋতুই বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটের জন্য এক অন্য রকম বার্তা নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম নয়। 

rev-before-winter-2025

ইয়ামাহা রেভ বিফোর উইন্টার নভেম্বর ২০২৫

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। শীতের আগমনী বার্তা পাবার সাথে সাথে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। 

ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে “রেভ বিফোর উইন্টার নভেম্বর ২০২৫” অফার। মুলত এটি একটি ক্যাশব্যাক অফার। এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় সকল মোটরসাইকেল মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক। 

এই বছর ইয়ামাহা তাদের লাইনে আপে যুক্ত করেছে উচ্চ সিসির Yamaha FZ-25। বাইকটি লঞ্চ হবার আগে থেকেই আলোচনায় ছিল। আর লঞ্চ হবার পরে থেকেই বাইকটি বাইকারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

ইয়ামাহার এই মডেলটিতে দেয়া হচ্ছে ১১ হাজার টাকা ক্যাশব্যাক, যা এই ক্যাশব্যাক অফারে সর্বোচ্চ। বর্তমানে এই বাইকটির মুল্য হচ্ছে ৪,১০,০০০ টাকা, ক্যাশব্যাক দেয়ার পর দাম হচ্ছে ৩,৯৯,০০০ টাকা। 

rev-before-winter-2025-cashback-offer-november2025

এছাড়া জনপ্রিয় FZS সিরিজের FZS V3 মডেলটিতেও দেয়া হচ্ছে ১১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। বলা যায় ইয়ামাহার সকল মডেল গুলোতেই এমন ক্যাশব্যাক দেয়া হচ্ছে। সর্বোনিম্ন ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে এই অফারে। 

বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে। তাই শীতের আগেই যদি আপনি আপনার পছন্দের মোটরসাইকেলটি ক্রয় করতে চান তবে এই অফারটি আপনার জন্য হতে পারে সুবর্ন সুযোগ। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu