Shares 2
ইয়ামাহা রেভ ইন রেইন ক্যাশব্যাক অফার ২০২৫ - সর্বোচ্চ ১৫০০০ টাকা ক্যাশব্যাক
Last updated on 17-Jun-2025 , By Arif Raihan Opu
ঈদের পর সব কিছু আবার শুরু হয়েছে সেই সাথে মোটরসাইকেল মার্কেটও সচল হয়েছে। এছাড়া শুরু হয়েছে বর্ষাকাল, বছরের অন্যতম জনপ্রিয় ঋতু। আর এই ঋতু উপলক্ষ্যে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে এসেছে “ইয়ামাহা রেভ ইন রেইন ক্যাশব্যাক অফার ২০২৫”।
ইয়ামাহা রেভ ইন রেইন ক্যাশব্যাক অফার ২০২৫

এই অফারে ইয়ামাহা তাদের নির্দিষ্ট মোটরসাইকেল মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড।
ইয়ামাহা তাদের সকল মডেলের মোটরসাইলের উপরে দিচ্ছে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ক্যাশব্যাক। এছাড়া তাদের উচ্চসিসির নতুন মোটরসাইকেল Yamaha FZ25 এ চলছে বিশেষ এবং স্পেশাল অফার।

Also Read: Motorcycle Price In Bangladesh
এফজেড ২৫ এর স্পেশাল অফার হচ্ছে -

- স্বাগত অফার – এই অফারে বাইকটিতে দেয়া হচ্ছে ৫০০০ টাকা ক্যাশব্যাক
- ক্যামব্যাক অফার – শুধু মাত্র এই অফারে দেয়া হচ্ছে ১৪০০০ টাকা ক্যাশব্যাক । এছাড়া ১৬৫সিসি বা তার বেশি সিসি মোটরসাইকেল এক্সচেঞ্জে থাকছে সর্বোচ্চ ১৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
- লয়ালিটি অফার – আপনার অফিশিয়াল ইয়ামাহা মোটরসাইকেলের পরিবর্তে যদি এফজেড ২৫ বাইকটি ক্রয় করেন তবে আপনি পেয়ে যাবে ১১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে অফিশিয়াল বাইকটি অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
এছাড়া এই অফার এবং ইয়ামাহা এর মোটরসাইকেল সম্পর্কে জানতে ইয়ামাহা এর অথোরাইজড শোরুম ভিজিট করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর, অথবা টিপস জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu