Shares 2

ইয়ামাহা দ্য রেভ হিট ইজ অন - জুলাই ২০২৫ অফার

Last updated on 02-Jul-2025 , By Arif Raihan Opu

বাংলাদেশে মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর ভেতর জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। জুলাই ২০২৫ উপলক্ষ্যে ইয়ামাহা নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় মোটরসাইকেল গুলোতে দিচ্ছে ক্যাশব্যাক। ইয়ামাহা এর এই অফারটি দেয়া হচ্ছে “ইয়ামাহা দ্য রেভ হিট ইজ অন –জুলাই ২০২৫” নামে। 

ইয়ামাহা দ্য রেভ হিট ইজ অন - জুলাই ২০২৫

ইয়ামাহা দ্য রেভ হিট ইজ অন - জুলাই ২০২৫

ইয়ামাহা বাংলাদেশে বহু বছর থেকেই রয়েছে, তবে বর্তমানে এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। আরে তারা এই অফারে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। 

সম্প্রতি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের লাইন আপে যুক্ত করেছে নতুন Yamaha Fazer Fi Version 2.0 । সম্পূর্ন নতুন কালার এবং গ্রাফিক্সে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে এই নতুন Yamaha Fazer Fi Version 2.0 । 

এই নতুন ফেজার বাইকটি তিনটি নতুন কালারে পাওয়া যাবে। কালার তিনটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, বার্নিং রেড এবং নিউ ডার্ক ম্যাট ব্লু। বর্তমানে বাইকটি দাম হচ্ছে ২,৮০,০০০ টাকা। তবে এতে দেয়া হচ্ছে ১২,০০০ টাকার ক্যাশব্যাক, এবং এর পর বাইকটির দাম হচ্ছে ২,৬৮,০০০ টাকা। 

এছাড়া যারা Yamaha FZ25 বাইকটি ক্রয় করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিস্কাউন্ট অফার। এই সকল অফার এবং তার বিস্তারিত জানতে আপনার কাছকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। 

বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল খবর, তথ্য এবং বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu