Shares 2

ইয়ামাহা এবং এসিআই মোটরস এক সাথে পথ চলার ৭ম বর্ষপূর্তি উদযাপন

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ইয়ামাহা মোটরসাইকেলের নাম অনেক বেশি পরিচিত এবং প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়। এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা মোটরস কোং লিমিটেড এবং এসিআই মোটরস লিমিটেড এক সাথে তাদের যাত্রা ৭ম বর্ষ পূর্তি পালন করেছে। 

এসিআই মোটরস লিমিটেড

২০১৬ সালে এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরস এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে। এরপর থেকে ইয়ামাহা এর জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া গত ৭ বছরে ইয়ামাহা ও এসিআই মোটরস বাংলাদেশের বাইক এবং বাইকিং কমিউনিটিতে অনেক বেশি অবদান রেখে চলেছে। গত ১১.১২.২০২৩ তারিখে এসিআই সেন্টার তেজগাওতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামাহা তাদের ৭ম বর্ষপূর্তি পালন করেছে। 

এই অনুষ্ঠানে ইয়ামাহা এর উর্ধ্বতন কর্মকর্তা, এক্সিকিউটিভস, ইয়ামাহা ক্লাবসহ বাংলাদেশের জনপ্রিয় বাইকাররা উপস্থিত ছিলেন। সবাই মিলে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং ৭ বছর পূর্তি উপলক্ষ্যে সবাই তাদের শুভেচ্ছা জানিয়েছেন ও ইয়ামাহা – এসিআই মোটরস যেন বাইকার জন্য এক যোগে কাজ করতে পারে সেই আশাবাদও ব্যক্ত করেছেন। 

এসিআই মোটরস লিমিটেড

অনুষ্ঠানের শুরুতেই এসিআই মোটরস ইয়ামাহা বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার মাহাদি সাকিব বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের কিছু জনপ্রিয় মোট ভ্লগাদের সাথেও সবার পরিচয় করিয়ে দেন। 

এরপর বক্তব্য রাখেন এসিআই মোটরস ইয়ামাহা বাংলাদেশ এর এক্সিকিউটিভি ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস। তিনি এসিআই মোটরস ও ইয়ামাহা মোটরস এর সাথে তার যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত কেমন ছিল সে কথা সবার সাথে তুলে ধরেন। তিনি আরও বলেন যে, এই যাত্রা যেন আরও দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য এসিআই মোটরস ও আমন্ত্রিত বাইকারদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। 

এসিআই মোটরস লিমিটেড

অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলেন ইয়ামাহা মোটর কোং লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব হিরোশি সিতাগাওয়া। তিনি এই অনুষ্ঠানের প্রধান অথিতির বক্তব্য পেশ করেন। তিনি জানান যে এসিআই মোটরস গত সাত বছরে ইয়ামাহাকে বাংলাদেশের সকল প্রান্তে পৌছে দিয়েছে। এর জন্য তিনি কৃতজ্ঞ। এরপর সংক্ষিপ্ত ভাবে তিনিও তার এসিআই মোটরস ও ইয়ামাহা এর যাত্রার কথা সবার সাথে তুলে ধরেছেন। 

এরপর তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষ এর পর পর ছিল ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটিং। সেখানে ইয়ামাহা ক্লাব, আমন্ত্রিত অতিথি, লেডি বাইকাররা উপস্থিত ছিল। 

৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমন্ত্রিত অথিতিদের জন্য ছিল সাংস্কৃতি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইয়ামাহা এর নিয়মিত ডান্স গ্রুপ, শিল্পীরা অংশ গ্রহণ করেছিল।

 এসিআই মোটরস লিমিটেড

পুরো অনুষ্ঠানটি কভার করেছে টিম বাইকবিডি। টিম বাইকবিডির সরব উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছে, এবং দর্শকদের সামনে তুলে ধরেছে। 

আমরা টিম বাইকবিডি এসিআই মোটরস কে শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই ৭ম বর্ষপূর্তিতে। এছাড়া আমরাও আশা করছি এসিআই মোটরস এভাবে তাদের যাত্রা অব্যহত রাখবে এবং বাইক ও বাইকিং কমিউনিটে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes