Shares 2

ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছেঃ স্পেসিফিকেশন এবং এক্সপেকটেড প্রাইস

Last updated on 15-Jul-2024 , By Saleh Bangla

এসিআই মোটরস লিমিটেড খুব শীঘ্রই বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক ব্রেক এডিশন লঞ্চ করতে যাচ্ছে। ইয়ামাহার এই নতুন ভার্সনটি ২০১৮ সালের শুরু দিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়।  ইয়ামাহা এফজেডএস রাস্তায় প্রায় ১০ বছর ধরে রাজত্ব করে আসছে। তারা এই বাইকটির অনেক মডিফিকেশন করেছে যখন থেকে তারা বাইকটি লঞ্চ করেছে । গত ২০১৪ সালে তারা ইঞ্জিন ও আপগ্রেড করে ১৫৩ সিসি কার্বুরেটর থেকে ১৪৯ সিসি ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিনে রুপান্তরিত করে। বাইকটির ইঞ্জিন এয়ার কুল্ড এসওএইচসি ইউনিট যেটি প্রায় ১৩ বিএইচপি পাওয়ার এবং ১২.৮ এনএম টর্ক দিতে সক্ষম। এছাড়াও পাশাপাশি বাইকটিতে ৫টি গিয়ার সংযুক্ত করা হয়েছে। ২২০ মি.মি. ডিস্ক ব্রেক রিয়ার হুইলের পাশাপাশি বর্তমানে বাইকটিতে আরো প্রায় ১ কেজি ওজন বাড়ানো হয়েছে ( বর্তমানে ওজন ১৩৩ কেজি) ।

এসিআই মোটরস লঞ্চ করতে যাচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২

Yamaha-Fazal-Fi-V2-Engine ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক এডিশন শুধুমাত্র আরমাডা ব্লু কালারে পাওয়া যাবে। অন্যান্য পরিবর্তনের সাথে সাথে বাইকটিতে ১০ স্পোক এ্যলয় হুইলস, নতুন ডিজাইন রিয়ার ভিউ মিরর দেওয়া হয়েছে । এসব পরিবর্তন ছাড়া আর কোন পরিবর্তন করা হয়নি ডিজাইন এবং মেকানিক্যাল এর দিক দিয়ে ।

এখনও আমরা শিউর নই বাইকের নির্দিষ্ট লঞ্চিং তারিখ এবং এর দাম কত হতে পারে। তবে  আশা করা হচ্ছে যে বাইকটির দাম ২৬০,০০০ টাকা – ২৭০,০০০ টাকার মধ্যে হতে পারে। যারা চিন্তা করছেন যে বাইকটির দাম এত কেন এত বেশি কেন কারন এসিআই মোটরস এখনও বাংলাদেশে সিবিইউ কন্ডিশন এর মাধ্যমে মোটরসাইকেল নিয়ে আসছে। yamaha-fzs-fi-v2-price-bd আমরা গত বছর ২০১৭ সালের শেষের দিকে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ টেস্ট রাইড করি। আমাদের টেস্ট রাইডে আমরা শহরে ৩৮ কি.মি. প্রতি লিটার এবং হাইওয়েতে ৪২-৪৫ কি.মি. প্রতি লিটার মাইলেজ পেয়েছি। আপনি এই বিষয়ে আরো তথ্য আমাদের নিচের রিভিউতে পাবেন। বাইকটিতে আমরা ১২০ কি.মি. প্রতি ঘন্টা টপ স্পিড পেয়েছি । yamaha-fi-v2-bd-price বেশির ভাগ মোটরসাইকেল কোম্পানি ধীরে ধীরে ১৬৫ সিসি বাইক নিয়ে আসছে কিন্তু ইয়ামাহার বর্তমানে কোন ১৬৫ সিসি এর মোটরসাইকেল নেই। এসিআই মোটরস এর এক্সকিউটিভ ডাইরেক্টর মি. সুব্রত রঞ্জন দাস বলেছেন যে এই বছর এসিআই মোটরস বাংলাদেশের ইয়ামাহা লাভারসদের জন্য নতুন ৪ ধরনের টু হুইলারস লঞ্চ করবে। অতএব আমাদের সব কিছুর নতুন আপডেট এবং সকল খবরের জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Published by Saleh Bangla