Shares 2

ইয়ামাহা এক্সচেঞ্জ উইক সেপ্টেম্বর ২০২৪

Last updated on 23-Sep-2024 , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশে সব সময় জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডের তালিকায় শীর্ষে অবস্থান করেছে। সম্প্রতি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারটি হচ্ছে “ইয়ামাহা এক্সচেঞ্জ উইক সেপ্টেম্বর ২০২৪”।

ইয়ামাহা এক্সচেঞ্জ উইক সেপ্টেম্বর ২০২৪ 

ইয়ামাহা এক্সচেঞ্জ অফার সেপ্টেম্বর ২০২৪

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের জন্য ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়ে থাকে। এই এক্সচেঞ্জ অফারটিতে কাস্টোমার তার পুরাতন মডেল এর পরিবর্তে নতুন ইয়ামাহা মডেল ক্রয় করতে পারবেন। 

এই এক্সচেঞ্জ অফারটি পেতে আপনাকে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মের লিংক আপনি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন। 

আপনার পুরাতন মোটরসাইকেলটি বদলে নতুন ইয়ামাহা মোটরসাইকেল নিতে চলে আসুন Yamaha Exchange Week-এ। ঢাকাসহ সারা দেশব্যাপী ইয়ামাহার শোরুম বা ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ অফারে থাকবে চলতি ক্যাশব্যাক অফারের সাথে এক্সচেঞ্জ স্পেশাল ক্যাশব্যাক। এই অফারটি চলবে ১৮-২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।

সাম্প্রতিক সকল খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

 

Published by Raihan Opu Bangla