Shares 2

ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জুলাই ২০২৫

Last updated on 26-Jul-2025 , By Arif Raihan Opu

ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য দারূণ এক অফার নিয়ে এসেছে। প্রতিবারের মত এবারও ইয়ামাহা দিচ্ছে “ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জুলাই ২০২৫”। এই অফারে কাস্টমারদের পুরাতন মোটরসাইকেল পরিবর্তন করে নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন।

ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জুলাই ২০২৫

ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জুলাই ২০২৫

এই অফারটি দেয়া হচ্ছে খুব কম সময়ের জন্য। এই অফারটি চলবে আগামী ২৬ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কেউ তার পুরাতন মোটরসাইকেলটি পরিবর্তন করতে পারবেন। 

অফারটিতে আপনি আপনার যেকোন মডেলের অথবা যেকোন ব্র্যান্ডের মোটরসাইকেলটি পরিবর্তন করতে পারবেন।  এছাড়া এই অফারের সাথে ইয়ামাহা এর রেগুলার অফারও থাকবে। 

Also Read: Motorcycle Price In Bangladesh

অফার পেতে কাস্টমারকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে কাস্টমার তার এবং বাইকের সকল তথ্য দিয়ে ফর্ম পূরন করতে হবে। এরপর কাস্টমার একটি ফিরতি বার্তা বা মেসেজ পাবেন। এরপর নির্দিষ্ট দিনে শোরুমে গিয়ে আপনি আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে পারবেন। 

এছাড়া বিস্তারিত জানতে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল শোরুম বা ইয়ামাহা বাংলাদেশে এর ফেসবুক পেজে দেখুন। ঢাকাসহ সারা দেশব্যাপী ইয়ামাহার ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ অফারে থাকবে চলতি ক্যাশব্যাক অফারের সাথে এক্সচেঞ্জ স্পেশাল ক্যাশব্যাক।

বাইক এবং বাইকিং সম্পর্কে জানতে, সেই সাথে সবর্শেষ তথ্য ও খবরের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu