Shares 2
ইয়ামাহা মোটরসাইকেলে চলছে উইন্টার থ্রিল ডিলস - ডিসেম্বর ২০২৪
Last updated on 03-Dec-2024 , By Raihan Opu Bangla
বছরের শেষ আকর্ষণ নিয়ে বাইকারদের মাঝে হাজির হয়েছে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। তারা সম্প্রতি তাদের মোটরসাইকেল গুলোর উপর নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারটি হচ্ছে “ইয়ামাহা উইন্টার থ্রিল ডিলস – ডিসেম্বর ২০২৪” অফার।
ইয়ামাহা উইন্টার থ্রিল ডিলস - ডিসেম্বর ২০২৪
সারা বছর জুড়ে ইয়ামাহা তাদের কাস্টোমার এবং বাইকারদের জন্য অফার দিয়ে এসেছে। বছরের শেষে এসেও তারা অফার দিচ্ছে। এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে।
এই বছরের শেষ অফার ইয়ামাহা তাদের মোটরসাইকেলে দিচ্ছে সর্বোচ্চ ৬,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট অফার। এই অফারটি তারা দিচ্ছে Yamaha FZ-S FI V3 ABS (BS6) (Red Color) মডেলটির উপর।
এছাড়া FZS Fi V3 সিরিজের অন্যান্য ভার্সন গুলোর দেয়া হচ্ছে ৪,০০০ টাকার ক্যাশব্যাক। অপর দিকে ১৫০সিসি সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল মডেল হচ্ছে Yamaha FZ-S FI V2 DD, এই বাইকটিতেও দেয়া হচ্ছে ৪,০০০/- টাকার ক্যাশব্যাক।
এই অফারটি চলবে পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত। আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করে ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে করুন। এছাড়া ইয়ামাহা এর অফার এবং মোটরসাইকেল সম্পর্কে জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla