Shares 2

ইয়ামাহা উইন্টার ইজ কামিং - অক্টোবর ক্যাশব্যাক অফার ২০২২

Last updated on 26-Jan-2025 , By Arif Raihan Opu

Winter Is Coming! আমার মনে হয় এই লাইন অনেকেই শুনেছেন। এই লাইনটি বিখ্যাত টিভি সিরিজ “গেম অফ থ্রোনস” থেকে নেয়া। তবে ইয়ামাহা তাদের অক্টোবর মাস উপলক্ষ্যে নিয়ে এসেছে “Winter Is Coming” অফার।

winter-is-coming-cash-back-offer-october-2022 (1)

বাংলাদেশে Yamaha Bike এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরসাইকেল। শীতের আগে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “Winter Is Coming” অফার।

১৫০সিসি সেগমেন্টে বাংলাদেশে FZ-S Fi এবং FZ-FI V2 মডেল দুটি অনেক জনপ্রিয় মোটরসাইকেল। Yamaha FZ-S FI V3 ABS এবং FZ-S FI V2 DD মডেল দুটিতে দেয়া হচ্ছে ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

Yamaha Fazer বাইকটির একটি আলাদা ক্রেজ বাংলাদেশের বাইকারদের মধ্যে রয়েছে। বাইকটির লুকস, স্টাইল ও ডিজাইন অনেকটাই স্পোর্টস বাইকের কাছাকাছি। এই বাইকটিতে দেয়া হচ্ছে ১১,০০০ টাকার ক্যাশব্যাক অফার। 

বাংলাদেশে স্পোর্টস বাইকের জনপ্রিয়তা ও চাহিদা অনেক বেশি। যদিও সেভাবে বাংলাদেশে স্পোর্টস দাম কিছুটা বেশি। তবে বাংলাদেশের স্পোর্টস বাইকের ভেতর জনপ্রিয় বাইক হচ্ছে Yamaha R15 V3।

yamaha-mt15-v2-launched

এই বাইকটি স্পোর্টস বাইক লাভারদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়। ইয়ামাহা R15 বাইকটিতে দিচ্ছে ১৩,০০০ টাকার ক্যাশব্যাক অফার। 

FZ-S FI V3 ABS Vintage Edition, MT 15, এবং FZ-X এই তিনটি বাইকের ক্ষেত্রে ইয়ামাহা দিচ্ছে ৩০০০ টাকার ক্যাশব্যাক অফার। 

অক্টোবর মাস উপলক্ষ্যে ইয়ামাহা নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। এই অফারে ইয়ামাহা বাইক লাভাররা তাদের পছন্দের বাইকটি ক্রয় করতে পারবেন। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

Published by Arif Raihan Opu