Shares 2

ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড প্রদান

Last updated on 30-Jul-2024 , By Arif Raihan Opu

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশের মোটরসাইকেল জগতে জনপ্রিয় নাম। হোন্ডা পুরো পৃথিবী জুড়েই বিখ্যাত ব্র্যান্ড। কিন্তু হোন্ডা শুধু মাত্র মোটরসাইকেল বিক্রয় করে থাকে এই ধারণা ভুল। 

ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড


হোন্ডা সামাজিক ও দক্ষতা বৃদ্ধিতে সব সময় সচেষ্ট থাকে। তারা সব সময় তাদের তরুণ প্রজন্মকে তাদের বিভিন্ন কর্মকান্ডে সংযুক্ত করে তাদেরকে উৎসাহ প্রদান করে থাকে। সেই  অনুযায়ী হোন্ডা বাংলাদেশে ২০১৯ থেকে চালু করেছে ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড।

বাংলাদেশের তরুণ মেধাবী ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে উৎসাহী করতে হোন্ডা ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড প্রদান করেছে।

২০১৯ সাল থেকে হোন্ডা বাংলাদেশে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ী চারজনের প্রত্যেককে ৩০০০ ইউএস ডলার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়াও তাদের জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আইনুন নিশাত, অভিনেতা লেখক ও সিভিল ইঞ্জিনিয়ার জনাব আবুল হায়াৎ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ মুহাম্মদ আশেকুর রহমান এফসিএ, হোন্ডা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব হিরোতো অসিদা, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও জনাব শিগেরু মাৎসুজাকি, একমাত্রা সোসাইটির উপদেষ্টা জনাব হিরোকি ওয়াতানাবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

Published by Arif Raihan Opu