Shares 2
অবশেষে আসছে Royal Enfield – কবে, কোথায়, কোন মডেল ও কেমন দামে?
Last updated on 22-Jan-2025 , By Badhan Roy
পিওর মোটরসাইক্লিং – কথাটা শুনলে চোখে ভেসে ওঠে ক্লাসিক টাইপ ক্রুজার বাইক গুলোর ছবি ও Royal Enfield বাইকের ইঞ্জিনের চিরচেনা ডুগ ডুগ ডুগ সাউন্ডের কথা। বিশ্বের সবচেয়ে পুরাতন এই মোটরসাইকেল ব্র্যান্ড টি অবশেষে সিসি লিমিট বৃদ্ধির পর বাংলাদেশে আসছে – এইটা বেশ পুরাতন খবর। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী সোমবার, ২১শে অক্টোবর ফাইনালি বাংলাদেশে ইফাদ মটরস লিঃ এর হাত ধরে লঞ্চিং ও শো-রুম উদ্বোধন হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত Royal Enfield এর।
Also Read: Royal Enfield Continental GT 650 Price In BD
অবশেষে আসছে Royal Enfield
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে Royal Enfield এর নতুন শো-রুম এর শেষ মূহুর্তের প্রস্তুতির ছবি ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সম্প্রতি Royal Enfield Bangladesh নামে ইফাদ মটরস ব্র্যান্ড টির অফিশিয়াল ফেসবুক পেজ চালু করায় অল্প সময়ের মধ্যেই এই আর্টিকেল টি লেখা পর্যন্ত ৩৭ হাজার লোক তাদের পেজে লাইক দিয়েছেন। এতে বাইকারদের আগ্রহ যে বেশ তুঙ্গে তা বলাই যায়।

Also Read: Royal Enfield Super Meteor 650 Price In BD
জানা গেছে, আগামী সোমবার দুপুর ৩.৩০ মিনিটে তেজগাও এ অবস্থিত Royal Enfield Flagship showroom এ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের রাস্তায় অফিশিয়ালি লঞ্চ করা হবে ১২৩ বছরের পুরাতন এই মোটরসাইকেল ব্র্যান্ড টি। কি কি মডেল লঞ্চ হতে যাচ্ছে এ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে তথ্য পাওয়া না গেলেও ধারণা করা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বহুল জনপ্রিয় ৩৫০ সিসি এর কয়েকটি মডেল লঞ্চিং হতে পারে।

সম্পূর্ণ লঞ্চিং প্রোগ্রাম টি বাইকবিডি এর পক্ষ থেকে লাইভ সম্প্রচার করা হবে। সবার আগে রয়াল ইনফিল্ডের লঞ্চিং ও প্রাইস আপডেট পেতে ধৈর্য্য সহকারে আমাদের সাথেই থাকুন।
T
Published by Badhan Roy