Shares 2
Yamaha R15M BS7 2000 কিলোমিটার রাইড করে বাস্তব অভিজ্ঞতা - অভ্র
Last updated on 18-Sep-2025 , By Md Kamruzzaman Shuvo
আমি অভ্র হাসান , ব্যবহার করছি Yamaha R15M BS7 বাইকটি । আজ আমি আমার বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ।

বাইক কেনার দিনের অভিজ্ঞতা সেদিন সকালটা ছিল অন্যরকম। মনে হচ্ছিল আজকের দিনটা আমার জীবনের একটা মাইলস্টোন। শোরুমে ঢুকেই বাইকটা চোখে পড়ে ঝকঝকে, নতুন বাইকের সেই বিশেষ গন্ধে ভরা। কাগজপত্র শেষ করে যখন চাবিটা হাতে পেলাম, বিশ্বাসই হচ্ছিল না এটাই আমার বাইক! স্টার্ট দেওয়ার প্রথম শব্দ, প্রথম গিয়ার দেওয়া আর রাস্তায় প্রথমবার বের হওয়া সবকিছু একসাথে এক অন্যরকম উত্তেজনা আর গর্বে ভরা ছিল।
Yamaha R15M BS7 2000 কিলোমিটার রাইড করে আমার বাস্তব অভিজ্ঞতা
Also Read: Motorcycle Price In Bangladesh

সত্যিই মনে হচ্ছিল, আজ থেকে আমি স্বাধীন।এখন পর্যন্ত আমি প্রায় ২০০০ কিলোমিটার রান করেছি। আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো সমস্যায় পড়িনি। আশা করি সামনেও ঝামেলাহীন থাকবে।

ভালো দিকগুলো -
- চমৎকার TFT মিটার
- গোল্ডেন ফর্ক ও স্লিম LED হেডল্যাম্প
- শক্তিশালী ও স্মুথ পারফরম্যান্স
- স্পিড ও ফুয়েল ইকোনমির মধ্যে অসাধারণ ব্যালান্স
- প্রতিটি রাইডে প্রিমিয়াম ফিল
- ক্লাচ ছাড়াই গিয়ার আপশিফট করার সুবিধা
- নিরাপদ ও নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম
উন্নতির জায়গা -
- LED হেডলাইটের আলো হাইওয়ের জন্য কিছুটা কম মনে হয়
মাইলেজ গড়ে ৪২+ কিমি/লিটার এবং লং ট্যুরে প্রায় ৪৫–৫০ কিমি/লিটার । প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মধ্যে এই মাইলেজ নিঃসন্দেহে অসাধারণ। Yamaha সবসময়ই মাইলেজের জন্য সেরা। লং ট্যুর হাই স্পিডে গাড়ি খুব স্টেডি থাকে, হাওয়া কাটিয়ে সহজে গতি ধরে রাখতে পারে। ওভারটেকিং এ দারুণ কনফিডেন্স মেলে। সিটি রাইড জ্যামে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে হাত ও কোমরে ব্যথা হয়, আর ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায়।
R15M বেছে নিয়েছিলাম কারণ এটি আমার বাজেটের মধ্যে Best Performance + Best Looks + Best Features অফার করেছিল। চালাতে মজার, দেখতে প্রিমিয়াম এবং আমার স্টাইলের সঙ্গেও মানিয়ে যায়।
Also Read: Yamaha Bike Price in Bangladesh
যদি কেউ স্পোর্টি বাইক খুঁজে, দায়িত্ববান রাইডার হয় এবং বাজেট মিলে যায় তাহলে আমি চোখ বন্ধ করে Yamaha R15M সাজেস্ট করবো। যদি চান থ্রটল দিলে বাইক দৌড়াক, পাওয়ার চান , হাই স্পিড ভালোবাসেন তাহলে এই বাইক আপনার জন্যই। ৫–৬ লাখ টাকার বাজেটে এত ফিচার অন্য কোনো বাইকে পাওয়া কঠিন।
সবশেষে, আমার মতে Yamaha R15M মানে ১৫০ সিসি সেগমেন্টে স্পোর্টস পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি আর স্টাইলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ কম্বিনেশন। Yamaha R15M হলো এমন একটি বাইক, যা চালালেই বোঝা যায় কেন এটাকে “Premium Sports Bike” বলা হয়। ধন্যাবাদ ।
লিখেছেনঃ অভ্র হাসান
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
T
Published by Md Kamruzzaman Shuvo