Shares 2

Yamaha FZS V4 ডেলিভারি সেলিব্রেশন ইভেন্ট

Last updated on 06-Jan-2025 , By Arif Raihan Opu

Yamaha FZS V4 ডেলিভারি সেলিব্রেশন ইভেন্ট:

সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে Yamaha FZS V4 মডেল। এই মডেলটি এফজেডএস সিরিজের সম্পূর্ন নতুন মডেলের মোটরসাইকেল। বাংলাদেশে ইয়ামাহা এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে এফজেডএস সিরিজ। 

বাংলাদেশের ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ Yamaha FZS V4 বাইকটি অনেক জামজমক পূর্ন ভাবে লঞ্চ করেছিল। 

Also Read: স্বাধীনতার শপথ - চলুন সবাই মিলে গড়ি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এবার এসিআই মোটরস লিমিটেড যারা ভি৪ বাইকটি ক্রয় করেছেন তাদের জন্য আয়োজন করেছে সেলিব্রেশন ইভেন্ট। যেখানে তারা এই নতুন বাইকটি তাদের কাস্টোমারদের কাছে হ্যান্ডওভার করেছে। এটা তার ই সেলিব্রেশন।

এসিআই মোটরস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস, এই ইভেন্টে উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই নতুন Yamaha FZS V4 বাইকটি সহ সকল ইয়ামাহা মোটরসাইকেল সম্পর্কে জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের দাম, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu